শাহজিবাজার পাওয়ারের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

Date: 2022-10-30 17:00:22
শাহজিবাজার পাওয়ারের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের পর্ষদ সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে। এর মধ্যে ১৬ শতাংশ নগদ ও ৪ শতাংশ স্টক লভ্যাংশ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।গতকাল অনুষ্ঠিত সভায় সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে শাহজিবাজার পাওয়ারের পর্ষদ। প্রতিবেদন অনুসারে, ২০২১-২২ হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৭৭ কোটি ২৫ লাখ টাকা। যা আগের হিসাব বছরে ছিল ১১২ কোটি ৭৪ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ৩১ শতাংশ। কনডেনসেট স্বল্পতার কারণে সাবসিডিয়ারি কোম্পানির রিফাইনারি ব্যবসা থেকে আয় কমেছে। পাশাপাশি টাকার বিপরীতে ডলারের বিনিময় মূল্যের ব্যবধানের কারণে কোম্পানিটির নিট মুনাফা কমে গেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৩০ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ৬ টাকা ২৮ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮ টাকা ১৯ পয়সায়।

Share this news