শাহজালাল ইসলামী ব্যাংক উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

Date: 2024-10-01 17:00:06
শাহজালাল ইসলামী ব্যাংক উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা
পুঁজিবাজারের তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির উদ্যোক্তা তোফাজ্জল হোসেন ব্যাংকটির ১৯ লাখ ৬৪ হাজার ২৭২টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। তার কাছে ব্যাংকটির ১ কোটি ৪২ লাখ ৪৩ হাজার ২২৫টি শেয়ার রয়েছে। ৩১ অক্টোবরের মধ্যে ডিএসইর পাবলিক ও ব্লক মার্কেটে বিদ্যমান বাজারদরে এ শেয়ার বিক্রি করবেন তিনি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।২০০৭ সালে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ১১২ কোটি ৯৬ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ২৬৬ কোটি ৯২ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১১১ কোটি ২৯ লাখ ৬৮ হাজার ৩৫১। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৪৫ দশমিক ৬০, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৮ দশমিক ২২, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক শূন্য ১ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৬ দশমিক ১৭ শতাংশ শেয়ার রয়েছে। ডিএসইতে গতকাল ব্যাংকটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১৮ টাকা ৭০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১৬ টাকা ৫০ পয়সা ও ২১ টাকা।

Share this news