সাবসিডিয়ারির বিপরীতে শেয়ার ইস্যু করবে এভিন্স টেক্সটাইলস

Date: 2023-06-21 17:00:07
সাবসিডিয়ারির বিপরীতে শেয়ার ইস্যু করবে এভিন্স টেক্সটাইলস
সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এভিটেক্স ফ্যাশনস লিমিটেডকে একীভূতকরণে সম্প্রতি হাইকোর্টের অনুমোদন পেয়েছে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এভিন্স টেক্সটাইলস লিমিটেড। এবার আদালতের নির্দেশনা অনুসারে সাবসিডিয়ারি প্রতিষ্ঠানটিকে একীভূতকরণে ৭ লাখ ৯২ হাজার সাধারণ শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি। এক মূল্যসংবেদনশীল তথ্যে গতকাল বিষয়টি জানিয়েছে এভিন্স টেক্সটাইলস।তথ্য অনুসারে, এভিটেক্স ফ্যাশনসকে একীভূতকরণের লক্ষ্যে কোম্পানিটির প্রতি ১ দশমিক ৮টি শেয়ারের বিপরীতে একটি করে সাধারণ শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে এভিন্স টেক্সটাইলস। সে হিসেবে সাবসিডিয়ারিটির বিপরীতে ১০ টাকা অভিহিত মূল্যের মোট ৭ লাখ ৯২ হাজার শেয়ার ইস্যু করবে তালিকাভুক্ত কোম্পানিটি। এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমোদন চাইবে এভিন্স টেক্সটাইলস।এভিন্স গ্রুপের তৈরি পোশাক কারখানা হলো এভিটেক্স ফ্যাশনস। সাবসিডিয়ারি প্রতিষ্ঠানটিকে একীভূতকরণের বিষয়ে ২০২১ সালের ২৩ আগস্ট অনুষ্ঠিত কোম্পানিটির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হয়। এর আগে এ-সংক্রান্ত খসড়া স্কিমে অনুমোদন দেয় এভিন্স টেক্সটাইলসের পরিচালনা পর্ষদ। শেয়ারহোল্ডারদের অনুমোদন পাওয়ার পর হাইকোর্ট ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এ একীভূতকরণ প্রক্রিয়া কার্যকর করার কথা জানানো হয় তখন। এরই মধ্যে হাইকোর্টের অনুমোদন পেয়েছে কোম্পানিটি। এখন হাইকোর্টের চূড়ান্ত অনুমোদন ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এ একীভূতকরণ সম্পন্ন করা হবে।তথ্য অনুসারে, অধিগ্রহণের ফলে এভিটেক্স ফ্যাশনসের সব সম্পদ ও দায় তালিকাভুক্ত কোম্পানি এভিন্স টেক্সটাইলের অধীনে চলে যাবে। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) তথ্যানুসারে, গাজীপুরের ভবানীপুরের শিরিরচালায় অবস্থিত এভিটেক্স ফ্যাশনস ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়। মূলত কোম্পানিটি শার্ট রফতানি করে।

Share this news