রূপালী ব্যাংকের এজিএম-ইজিএমের নতুন তারিখ নির্ধারণ

বার্ষিক সাধারণ সভার (এজিএম) এবং বিশেষ সাধারণ সভার (ইজিএম) নতুন তারিখ নির্ধারণ করেছে রূপালী ব্যাংক।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, নতুন তারিখ অনুযায়ী কোম্পাটির এজিএম ও ইজিএম আগামী ২৫ আগস্ট অনুষ্ঠিত হবে। ওই দিন এজিএম বেলা ১১টায় এবং ইজিএম বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। এজিএম ও ইজিএমের স্থান ও অন্যান্য সব অপরিবর্তিত থাকবে।