রোববার স্পট মার্কেটে যাচ্ছে চার কোম্পানি
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি আগামী রোববার (১৩ নভেম্বর) স্পট মার্কেটে যাচ্ছে। কোম্পানি ৪টি হলো: আজিজ পাইপস, দেশবন্ধু পলিমার, ই-জেনারেশন এবং আইটি কনসালট্যান্টস। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।আগামী ১৩-১৪ নভেম্বর ২০২২ কোম্পানি ৪টি স্পট মার্কেটে লেনদেন হবে।ডিভিডেন্ডের মালিকানা সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী ১৫ নভেম্বর ২০২২ লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।আরও পড়ুন:বিকালে আসছে ২৫ কোম্পানির ইপিএস-ডিভিডেন্ড