রোববার ফ্লোর প্রাইস ভেঙ্গে লেনেদেন ৭ প্রতিষ্ঠানের

সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববার (১৪ জানুয়ারি) শেয়ারবাজারে সামান্য উত্থান হয়েছে। এমন উত্থানে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট ফ্লোর প্রাইস ভেঙ্গেলেনদেন হয়েছে। স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।প্রতিষ্ঠানগুলো হলো-ডিবিএইচ ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড, গ্রামীণ স্কীম-২, আইসিবিএমসিএলসেকেন্ড, এমবিএল ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড, মীর আকতার হোসেন, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ও প্রভাতী ইন্সুরেন্স লিমিটেড।প্রতিষ্ঠানগুলোর মধ্যে মিউচ্যুয়াল ফান্ড রয়েছে ৪টি। বাকি ৩টি কোম্পানির শেয়ার।প্রতিষ্ঠানগুলো মধ্যে ডিবিএইচ ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড, গ্রামীণ স্কীম-২, এমবিএল ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড ও মীর আকতার হোসেন লেনদেনের শেষ পর্যন্ত ফ্লোর প্রাইসের ওপরে থেকে লেনদেন শেষ করেছে।কিন্তু এমবিএল ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ও প্রভাতী ইন্সুরেন্স লেনদেনে শেষ পর্যায়ে ফের ফ্লোর প্রাইসে ফিরে এসেছে।ফ্লোর প্রাইসের ওপরে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ডিবিএইচ ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট ফ্লোর প্রাইসের ৩০ পয়সা বেশি দামে ক্লোজিং হয়েছে। আজ ফান্ডটির ১৪ লাখ ৬১ হাজার ৭৫৯টি ইউনিট লেনদেন হয়েছে।গ্রামীণ স্কীম-২ এর ইউনিট ফ্লোর প্রাইসের ২০ পয়সা বেশি দামে ক্লোজিং হয়েছে। আজ ফান্ডটির ৬ লাখ ৫ হাজার ৩০১টি ইউনিট লেনদেন হয়েছে।এমবিএল ফাস্ট এর ইউনিট ফ্লোর প্রাইসের ১০ পয়সা বেশি দামে ক্লোজিং হয়েছে। আজ ফান্ডটির ৪ লাখ ৭৫ হাজার ৩৮৩টি ইউনিট লেনদেন হয়েছে।আর মীর আকতার হোসেনের শেয়ার ১০ পয়সা বেশি দামে ক্লোজিং হয়েছে। আজ কোম্পানিটির ৫ লাখ ৫১ হাজার ৪১টি শেয়ার লেনদেন হয়েছে।অন্যদিকে, ফ্লোর প্রাইসে ফেরা এমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ডের ৩ লাখ ৪ হাজার ২৬২টি ইউনিট, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ১ লাখ ৯২ হাজার ২১৮টি শেয়ার এবং প্রভাতী ইন্সুরেন্সের ১১ লাখ ৩০ হাজার ৬৩৩টি শেয়ার লেনদেন হয়েছে।