রোববার ব্লক মার্কেটের লেনদেনে রেনাটার চমক
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৯ কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৪০ কোটি ৭৮ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।আজ ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে উঠে এসেছে রেনাটা লিমিটেডের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৫৮ লাখ ১৭ হাজার টাকার।এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেন গুলো হলো- ইন্ট্রাকো সিএনজির ২ কোটি ৫৩ লাখ ৪৪ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ২ কোটি ১২ লাখ ১০ হাজার টাকার, সোনালী পেপারের ১ কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ১ কোটি ৮২ লাখ ৪১ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ১ কোটি ৭৩ লাখ ৩৯ হাজার টাকার, বিডি থাই ফুডের ১ কোটি ৬৭ লাখ ২৯ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ১ কোটি ৫৫ লাখ ৯০ হাজার টাকার, সামিট পাওয়ারের ১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।