রেনাটার বন্ড অনুমোদন

Date: 2024-01-11 00:00:11
রেনাটার বন্ড অনুমোদন
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান রেনাটা পিএলসি জিরো কুপন বন্ড ইস্যু করার অনুমোদন পেয়েছে। এই বন্ড ছেড়ে কোম্পানিটি বাজার থেকে ৬০০ কোটি ১৫ লাখ টাকা সংগ্রহ করবে।আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির বন্ড ইস্যু করার প্রস্তাব অনুমোদন করেছে।বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।LankaBangla securites single pageসূত্র অনুসারে, আলোচিত বন্ডটি হবে Non-Convertible। অর্থাৎ এই বন্ডের কোনো অংশ শেয়ারে রূপান্তরিত হবে না। এর মেয়াদ হবে ৫ বছর। আলোচিত বন্ডটি হবে Fully Redeemable। অর্থাৎ মেয়াদ শেষে বন্ডটির পূর্ণ অবসায়ন ঘটবে।প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী ব্যক্তি বিনিয়োগকারীদের মধ্যে বরাদ্দ করা হবে।বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য এক লাখ টাকা।বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ দ্বারা কোম্পানিটি বর্তমান ব্যাংক ঋণ পরিশোধ করবে।আলোচিত বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট। আর এর অ্যারেঞ্জারের দ্বায়িত্বে থাকবে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস।বন্ডটি স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

Share this news