রেনাটার ৬৬০ কোটি ১৫ লাখ টাকার বন্ড অনুমোদন

Date: 2024-01-13 08:00:09
রেনাটার ৬৬০ কোটি ১৫ লাখ টাকার বন্ড অনুমোদন
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনাটা পিএলসির ৬৬০ কোটি ১৫ লাখ টাকার বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সভাতিত্বে অনুষ্ঠিত ৮৯৬ তম কমিশন সভায় কোম্পানিটির বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন দেয়া হয়।কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানান, রেনাটা পিএলসির ৬৬০ কোটি ১৫ লাখ টাকার জিড়ো কুপন বন্ড অনুমোদন করেছে কমিশন।৫ বছর মেয়াদী বন্ডটির বৈশিষ্ট্য হচ্ছে সিকিউরড, নন-কনভার্টেবল, ফুল্লি রিডেম্বল বন্ড জিড়ো কুপন বন্ড। বন্ডটি ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী ব্যক্তিদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ দ্বারা কোম্পানিটি বর্তমান ব্যাংক ঋণ পরিশোধ করবে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য এক লাখ টাকা।বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট। আর এর অ্যারেঞ্জারের দ্বায়িত্বে থাকবে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড।এছাড়াও উক্ত বন্ডটি অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

Share this news