রেনাটার ৩৫০ কোটি টাকার বন্ড অনুমোদন

Date: 2024-03-14 17:00:09
রেনাটার ৩৫০ কোটি টাকার বন্ড অনুমোদন
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি রেনাটা পিএলসির ৩৫০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।বৃহস্পতিবার (১৪ মার্চ) বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯০৩তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র অনুসারে, আলোচিত বন্ডটি হবে Non-Convertible। অর্থাৎ এই বন্ডের কোনো অংশ শেয়ারে রূপান্তরিত হবে না। এর মেয়াদ হবে ৫ বছর। এছাড়াও আলোচিত বন্ডটি হবে Redeemable, cumulative, এবং নন-পার্টিসিপেটিভ প্রিফারেন্স শেয়ার। এবং এর বাৎসরিক লভ্যাংশ হারের রেঞ্জ ৯ থেকে ১০ শতাংশ।জানা গেছে, এই প্রিফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তলিত অর্থ কোম্পানিটি তার বিদ্যমান ঋণের আংশিক পরিশোধ করবে।

Share this news