রেকর্ড গড়তে দিল না মুন্নু এগ্রো ও বিকন ফার্মা

Date: 2023-03-05 04:00:18
রেকর্ড গড়তে দিল না মুন্নু এগ্রো ও বিকন ফার্মা
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে থাকা ৮৫টি কোম্পানির মধ্যে ৮৩টি কোম্পানিরই শেয়ার দর বেড়েছে। কেবল দুটি কোম্পানির শেয়ার দর কমেছে। কোম্পানি দুটি হলো- মুন্নু এগ্রো ও বিকন ফার্মা। এই দুই কোম্পানি যদি আজ উল্টো দৌঁড় না দিতো, তাহলে লেনদেনের শীর্ষ ৮৫ কোম্পানির শেয়ার দর ইতিবাচক থাকতো।বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইতে দর বৃদ্ধি পেয়েছে ১৫২টি কোম্পানির। এরমধ্যে দুটি কোম্পানি বাদে লেনদেনের শীর্ষে থাকা ৮৫টি কোম্পানিরই শেয়ার দর বেড়েছে। শীর্ষ লেনদেন তালিকার ২৩ নম্বরে ছিল মুন্নু এগ্রো এবং ৩৯ নম্বরে ছিল বিকন ফার্মা। কোম্পানি দুটির শেয়ার দর আজ কমেছে। যদি এই দুই কোম্পানির দর না কমতো, তাহলে লেনদেন তালিকার টানা ৮৫ কোম্পানির দর ইতিবাচক থাকার রেকর্ড তৈরি হতো।বাজার বিশ্লেষণে দেখা যায়, মন্দার মধ্যেও মুন্নু এগ্রোর শেয়ার দর টানা উত্থানে ছিল। আগের দিন বৃহস্পতিবার কোম্পানিটির দর গত এক বছরের মধ্যে সর্বোচ্চ পতনে ছিল। সেই ধারাবাহিকতায় আজও উত্থানের বাজারে শেয়ারটি পতনে ছিল। বাজারসংশ্লিষ্টরা বলছেন, শেয়ারটির প্লেয়াররা শেয়ারটি ছাড়ার প্রক্রিয়ায় রয়েছে। যে কারণে উত্থানের বাজারেও শেয়ারটিতে টানা পতন লক্ষ্য করা যাচ্ছে।দুই বছরের মুন্নু এগ্রোর শেয়ার দরদুই বছর আগে মুন্নু এগ্রোর শেয়ার দর ছিল ৮০০ টাকা। তারপর শেয়ারটির দর ৪৫০ টাকা পর্যন্ত নেমে যায়। এরপর গত নভেম্বর থেকে শেয়ারটির আবার উত্থান শুরু হয়। সর্বশেষ গত বুধবার (০১ মার্চ) শেয়ারটির দর ১১০০ টাকার ওপরে লেনদেন হয়েছে। যা ছিল গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ। এরপর শুরু হয় পতন প্রবণতা। এতে শেয়ারটি থেকে প্লেয়ারদের বের হওয়ার প্রক্রিয়া স্পষ্ঠ হয়।দুই বছরেরবিকন ফার্মার শেয়ার দরএদিকে, দুই বছর আগে বিকন ফার্মার শেয়ার দর ছিল ১০০ টাকার নিচে। তারপর চলে শেয়ারটির দর বাড়ানোর প্রক্রিয়া। গত বছর অক্টোবর মাসে শেয়ারটির দর তোলা হয় ৩৮০ টাকায়। তারপর থেকে সংশোধন। দীর্ঘদিন যাবত শেয়ারটি ২৫০ টাকা থেকে ৩০০ টাকার ঘরে লেনদেন হচ্ছে। চলতি মার্চে শেয়ারটির পতন প্রবণতা আরও ঘনীভূত হয়েছে।

Share this news