রবির লেনদেন বন্ধ আজ

Date: 2023-03-12 17:00:14
রবির লেনদেন বন্ধ আজ
লভ্যাংশসংক্রান্ত রেকর্ড ডেটের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ থাকবে আজ। রেকর্ড ডেট শেষে আগামীকাল থেকে স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৭ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে রবি আজিয়াটা লিমিটেডের পরিচালনা পর্ষদ। ২০২২ হিসাব বছরে রবি আজিয়াটার শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৪ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৮২ পয়সায়।

Share this news