রাজেন্দ্রপুর পোটেন্ট প্রডাক্টের অনুমতি পেয়েছে রেনেটা
ওষুধ-রসায়ন খাতের কোম্পানি রেনেটা লিমিটেডের রাজেন্দ্রপুর পোটেন্ট প্রডাক্ট ফ্যাসিলিটি (আরপিপিএফ) ডাব্লিউএইচও (জেনেভা) থেকে অনুমোদন পেয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, কোম্পানিটির এই অনুমোদন অধিকাংশ দেশে জন্মনিয়ন্ত্রণ পিলের টেন্ডারের জন্য নিলামের অনুমতি দেবে।কোম্পানিটি আরও জানায়, আরপিপিএফ বাংলাদেশের একমাত্র কারখানা যা ডাব্লিওএইচ্ও থেকে জন্মনিয়ন্ত্রণ পিলের জন্য প্রাকযোগ্যতা পেয়েছে।