পূরণ হয়নি দর বৃদ্ধির তালিকা

Date: 2023-02-26 00:00:18
পূরণ হয়নি দর বৃদ্ধির তালিকা
আজ ২৬ ফেব্রুয়ারি, রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। দিন শেষে ১.৪০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। এ দিন টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষস্থানে উঠে এসেছে মাত্র চার কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।কোম্পানিগুলোর মধ্যে আল-হাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড তালিকার প্রথমে রয়েছে। কোম্পানিটির আজ ৬ দশমিক ২২ শতাংশ বা ৯ টাকা ১০ পয়সা দর বেড়েছে। শেয়ারটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৫৫ টাকা ৪০ পয়সা। কোম্পানিটি ১ হাজার ৩২৮ বারে ৫ লাখ ৯৬ হাজার ৬৪৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য দাড়িয়েছে ৯ কোটি ১৪ লাখ ৯০ হাজার টাকা।এছাড়াও আজ বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের শূণ্য দশমিক ৬০ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শূণ্য দশমিক ৩৮ শতাংশ এবং রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শূণ্য দশমিক ৩২ শতাংশ দর বেড়ে টপটেন গেইনার বা দর বৃদ্ধির তালিকায় উঠে এসেছে।

Share this news