পূবালী ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের ট্রাস্টি সভা ১৬ মার্চ
![পূবালী ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের ট্রাস্টি সভা ১৬ মার্চ](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/5884/pubali-bank.jpg)
পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের ট্রাস্টি সভার তারিখ ঘোষণা করা হয়েছে। বন্ডটির ট্রাস্টি সভা আগামী ১৬ মার্চ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, বন্ডটির ট্রাস্টি সভায় ৩১ মার্চ,২০২৩ থেকে ৩০ সেপ্টেম্বর,২০২৩ সমাপ্ত সময়ের জন্য মুনাফা প্রকাশ করবে।২০২২ সালে বন্ডটি ১০ শতাংশ মুনাফা ঘোষণা করেছিল।