পুনর্মূল্যায়নের পর এক্সিম ব্যাংকের সম্পদ কমেছে

Date: 2022-11-29 16:00:13
পুনর্মূল্যায়নের পর এক্সিম ব্যাংকের সম্পদ কমেছে
চলতি বছরের ১৯ অক্টোবরের বুক ভ্যালুর ভিত্তিতে পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ বা এক্সিম ব্যাংক লিমিটেডের স্থায়ী সম্পদ পুনর্মূল্যায়ন করেছে নিরীক্ষা প্রতিষ্ঠান এমআরএইচ দে অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। এরই মধ্যে এ পুনর্মূল্যায়িত সম্পদের প্রতিবেদন এক্সিম ব্যাংকের পর্ষদে অনুমোদন দেয়া হয়েছে। প্রতিবেদন অনুসারে, মূল্যায়নের পর ব্যাংকটির স্থায়ী সম্পদের মূল্য ১৪৫ কোটি টাকার বেশি কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গিয়েছে।তথ্য অনুসারে, পুনর্মূল্যায়নের আগে এক্সিম ব্যাংকের মোট স্থায়ী সম্পদের মূল্য ছিল ৫৫৮ কোটি ১৫ লাখ ৭০ হাজার ১০৮ টাকা। পুনর্মূল্যায়নের পর সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪১২ কোটি ৮৮ লাখ ৮১ হাজার ১৫০ টাকা। অর্থাৎ পুনর্মূল্যায়নের পর ব্যাংকটির স্থায়ী সম্পদের মূল্য কমেছে ১৪৫ কোটি ২৬ লাখ ৮৮ হাজার ৯৫৮ টাকা। এর মধ্যে পুনর্মূল্যায়ন-পরবর্তী জমির মূল্য কমেছে ৭০ কোটি ৩০ লাখ ২১ হাজার ৫০৩ টাকা। পুনর্মূল্যায়নের আগে ব্যাংকটির জমির মূল্য ছিল ৩৫৪ কোটি ৪৪ লাখ ৬০ হাজার ৫০৩ টাকা। যা পুনর্মূল্যায়নের পর দাঁড়িয়েছে ২৮৪ কোটি ১৪ লাখ ৩৯ হাজার টাকায়। এছাড়া পুনর্মূল্যায়নের পর ব্যাংকটির ভবন ও নির্মাণের মূল্য কমেছে ৭৪ কোটি ১২ লাখ ৩৬ হাজার ৬৯৩ টাকা। পুনর্মূল্যায়নের পর ভবন ও নির্মাণের মূল্য দাঁড়িয়েছে ১০৮ কোটি ২৯ লাখ ৬২ হাজার ১৫০ টাকায়। আগে যা ছিল ১৮২ কোটি ৪১ লাখ ৯৮ হাজার ৮৪৩ টাকা। আর পুনর্মূল্যায়নের পর ব্যাংকটির ইজারা নেয়া সম্পদের মূল্য কমেছে ৮৪ লাখ ৩০ হাজার ৭৬২ কোটি টাকা। পুনর্মূল্যায়নে আগের ২১ কোটি ২৯ লাখ ১০ হাজার ৭৬২ টাকার সম্পদ মূল্যায়ন পরবর্তী সময়ে ২০ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকায় দাঁড়িয়েছে।২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ৪৪৭ কোটি ৫৬ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৬৯৬ কোটি ৪৯ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ১৪৪ কোটি ৭৫ লাখ ৫৭ হাজার ৩৪৪। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩২ দশমিক ৬১ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৯ দশমিক ১৩ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ৯৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৭ দশমিক ২৯ শতাংশ শেয়ার রয়েছে।

Share this news