পুঁজিবাজারসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় শেয়ারবাজারে বেড়েছে লেনদেন

Date: 2022-09-13 05:39:18
পুঁজিবাজারসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় শেয়ারবাজারে বেড়েছে লেনদেন
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন আগের দিনের তুলনায় বেড়েছে টাকার অংকে শেয়ার লেনদেনের পরিমাণ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।এক্সচেঞ্জটির দেওয়া তথ্য মতে, মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৯ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি ৬ হাজার ৫৩৭ পয়েন্টে অবস্থান করছে।প্রধান সূচক বাড়লেও আজ ডিএসই’র অপর দুই সূচক কমেছে। বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই ৩০’ এদিন ৩ পয়েন্ট হারিয়েছে। আর শরীয়াহ সূচক ‘ডিএসই এস’ কমেছে ২ পয়েন্ট।সূচকের মিশ্র প্রতিক্রিয়ার দিনে ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে। আগের কার্যদিবসে (সোমবার) ডিএসইতে ১ হাজার ৩৬০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ লেনদেন হয়েছে ১ হাজার ৪৮০ কোটি টাকা।মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৯টির, বিপরীতে ১০৮টি কোম্পানির শেয়ারদর কমেছে। বাকি ১৪০টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।

Share this news