পুঁজিবাজারের সংকট উত্তরনে বড় বিনিয়োগে যাচ্ছে রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান

Date: 2022-12-05 20:00:11
পুঁজিবাজারের সংকট উত্তরনে বড় বিনিয়োগে যাচ্ছে রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান
পুঁজিবাজারের সংকট উত্তরনে বড় বিনিয়োগে যাচ্ছে রাষ্ট্রয়াত্ব দুটি ব্যাংক এবং স্ট্যাবিলাইজেশন ফান্ড। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) এবিষয়ে অবহিত করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, দেশের শেয়ারবাজারে সংকট তৈরী হলে তা থেকে উত্তরণের জন্য ২০২১ সালে ‘ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড’ গঠন করা হয়। গত কয়েকদিন দেশের শেয়ারবাজারে সূচকের পতন হচ্ছে, দর কমছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের। একইসঙ্গে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনও অনেক কমে যায়। এমন অবস্থায় সাময়িক এ সংকট থেকে উত্তরণের জন্য স্ট্যাবিলাইজেশন ফান্ড থেকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে ফান্ড বোর্ড।এবিষয়ে জানতে চাইলে বিএসইসির উর্দ্বতন এক কর্মকর্তা অর্থসংবাদকে বলেন, তিনটি প্রতিষ্ঠান বড় ধরনের বিনিয়োগে যাবে আজকে থেকেই। বিএসইসিকে এবিষয়টি তাঁরা জানিয়েছে।

Share this news