পুঁজিবাজারে মমতাজের শেয়ার সাড়ে ৩ কোটি টাকা

Date: 2023-12-11 08:00:07
পুঁজিবাজারে মমতাজের শেয়ার সাড়ে ৩ কোটি টাকা
মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মমতাজ বেগমের সম্পদ কমেছে, আয় বেড়েছে। এই লোকসংগীত শিল্পী এখন চলাচল করেন কোটি টাকা দামের গাড়িতে।একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মমতাজ বেগমের দাখিল করা হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে। সিঙ্গাইর ও হরিরামপুর এবং সদর উপজেলার তিন ইউনিয়ন নিয়ে গঠিত মানিকগঞ্জ-২ আসন। এ আসন থেকে ক্ষমতাসীন দলের নৌকা প্রতীকে তৃতীয়বারের মতো নির্বাচন করছেন তিনি।হলফনামার তথ্যে দেখা যায়, ২০১৮ সালে মমতাজ বেগমের বার্ষিক আয় ছিল ৩৮ লাখ ৮৪ হাজার ২৭৬ টাকা। এখন সেটা ৪৯ লাখ ৫৭ হাজার ৮৮৮ টাকা। গত সংসদ নির্বাচনের সময় তার সম্পদের আর্থিক মূল্য ছিল ১৪ কোটি ৯৪ লাখ ২৩ হাজার টাকা। তবে এবার কমে হয়েছে ১৪ কোটি ৬০ লাখ ৬৬ হাজার।ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মমতাজের জমা আছে ১৮ লাখ ৮৫ হাজার ২১৮ টাকা। পুঁজিবাজারে ৩ কোটি ৫০ লাখ ৭০ হাজার টাকা মূল্যের শেয়ার আছে। এ ছাড়া সঞ্চয়পত্র আছে ৪৫ লাখ টাকার। ঢাকার মহাখালীতে ৬ কোটি ৯৯ লাখ ৯৮ হাজার টাকা মূল্যের পাঁচতলা ভবন আছে মমতাজের। সিঙ্গাইরে গ্রামের বাড়িতে আছে দোতলা বাড়ি, যেটির মূল্য দেখানো হয়েছে ৫৭ লাখ ৫ হাজার টাকা।মমতাজ বেগমের নামে গাড়ি আছে তিনটি। এর মধ্যে একটি গাড়ির দাম ১ কোটি ৩ লাখ ১২ হাজার টাকা। অন্য দুই গাড়ির একটি ৪৬ লাখ ২০ হাজার ও অন্যটি ২৪ লাখ টাকার। মমতাজ বেগমের ঋণ কমেছে। ২০১৮ সালে তার ব্যাংকঋণ ছিল ৩ কোটি ৩৪ লাখ ১১ হাজার টাকা। এখন তা ২ কোটি ৮১ লাখ ৫৮ হাজার।হলফনামা অনুযায়ী, মমতাজের বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলা আছে। মামলা দুটি হয়েছে ভারতের আদালতে। দুটি মামলাই এখন বিচারাধীন।

Share this news