পুঁজিবাজারে লেনদেনের সময় পরিবর্তন
ব্যাংক লেনদেনের সঙ্গে সমন্বয় করে দেশের উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেনের সময়ে পরিবর্তন এনেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সিদ্ধান্ত অনুসারে, ১৫ নভেম্বর থেকে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই ও সিএসই) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টা ৫০ মিনিট পর্যন্ত লেনদেন হবে। দুই স্টক এক্সচেঞ্জসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বিএসইসি।গতকাল ইস্যু হওয়া এ-সংক্রান্ত চিঠিতে বিএসইসি জানিয়েছে, চলতি বছরের ১৫ নভেম্বর থেকে পুঁজিবাজারের লেনদেন শুরু হবে সকাল সাড়ে ১০টায়। বিরতিহীনভাবে যা চলবে দুপুর ২টা ৫০ মিনিট পর্যন্ত। লেনদেন শুরুর আগে ৫ মিনিট প্রি-ওপেনিং সেশন থাকবে। আর পোস্ট ক্লোজিং সময় নির্ধারণ করা হয়েছে ২টা ৫০ মিনিট থেকে ৩টা পর্যন্ত। এ সিদ্ধান্ত বাস্তবায়নে ডিএসই, সিএসই, সিডিবিএল, সিসিবিএল, বিএমবিএ, ডিবিএ, এএএমসি ও সিএমএসএফকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে চিঠিতে।বর্তমানে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন হয়। এর সঙ্গে ৫ মিনিট প্রি-ওপেনিং সেশন ও ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন রয়েছে। মূলত বিদ্যুৎ সাশ্রয় ও যানজট রোধে সরকারি ও স্বায়ত্তশাসিত সব অফিসের কর্মঘণ্টা কমানোর সিদ্ধান্তের সঙ্গে সংগতি রেখে ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেনের সময় কমানো হয়েছিল। কিন্তু গত বৃহস্পতিবার ব্যাংক লেনদেনের সময়ে পরিবর্তন এনে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর সঙ্গে সমন্বয় করে পুঁজিবাজারে লেনদেনের সময়ে পরিবর্তন এনেছে বিএসইসি।