পুঁজিবাজারে আশার আলো : ফের টপ গেইনারে হাইডেলবার্গ

Date: 2023-04-24 21:00:18
পুঁজিবাজারে আশার আলো : ফের টপ গেইনারে হাইডেলবার্গ
পুঁজিবাজারে আজ মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক ও লেনদেন উভয়ই বেড়েছে।এদিন ডিএসইর প্রধান সূচক (ডিএসইএক্স) আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৬৩ পয়েন্টে ওঠে এসেছে। শরীয়াহ সূচক ( ডিএসইএস) ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৮ পয়েন্টে ও ডিএস৩০ সূচক ০.১১ পয়েন্ট কমে ২ হাজার ২১২ পয়েন্ট হয়েছে।আজ ইতিবাচক ধারা অব্যাহত থাকায় নতুন করে আশার আলো দেখছেন বিনিয়োগকারীরা।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।লেনদেন হওয়া ৩৪২ কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ৫৩টির এবং দাম অপরিবর্তিত ছিল ২০৬টির।মঙ্গলবার ডিএসইতে ৭১৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৫২ কোটি ৫২ লাখ টাকা।গতকাল সোমবারের মতো আজ মঙ্গলবারও হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড টপটেন গেইনারের শীর্ষে ছিল। এদিন শেয়ারটির দাম ১৯ টাকা ৭০ পয়সা বেড়ে ২১৬ টাকা ৭০ পয়সায় দাঁড়ায়।গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- আরামিট সিমেন্ট, বিডি থাই, এপেক্স ফুডস, বিচ হ্যাচারি, মিডল্যান্ড ব্যাংক, প্রিমিয়ার সিমেন্ট, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন লুব্রিক্যান্ট ও ইয়াকিন পলিমার।টপটেন লুজারের শীর্ষে ছিল, লিগ্যাসি ফুটওয়্যার, প্রাইম লাইফ, বঙ্গজ, আজিজ পাইপস, আলহাজ টেক্সটাইল, বিডি থাই ফুড, সমতা লেদার, আমারা টেকনোলজি, ফাইন ফুডস ও জেএমআই হসপিটাল।

Share this news