পুঁজিবাজারে আজকের লেনদেন ৩৫৫ কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৮ অক্টোবর) মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন কিছুটা কমেছে। এছাড়া কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১১ দশমিক ৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩২৩ পয়েন্টে।LankaBangla securites single pageঅন্য সূচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৭ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৩ দশমিক ০১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৩৯ পয়েন্টে।এদিন ডিএসইতে মোট ৩৫৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৬৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার। সে তুলনায় আজকে লেনদেনের পরিমান ৩ দশমিক ০৫ শতাংশ কমেছে।আজ লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪২ টির, কমেছে ১৯৫ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৬৩ টি কোম্পানির বাজারদর।