পুঁজিবাজার শক্তিশালী হবে সিএসই-এবিজির চুক্তিতে
সালমান এফ রহমান, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টাপ্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, দচিটাগং স্টক এক্সচেঞ্জ (সিএসই) এবং এবিজি লিমিটেডের যাত্রা খুব ভালোভাবে সফল হবে। এর মধ্যে পুঁজিবাজারে নতুন ডাইরেকশন দেখতে পাচ্ছি। বিএসইসি চেয়ারম্যান নতুন নতুন উদ্যোগ নিচ্ছেন। আজকের এ চুক্তি কমোডিটি মার্কেটের জন্য হলেও সার্বিকভাবে পুঁজিবাজারকে সাহায্য করবে, বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট শক্তিশালী হবে।বিজ্ঞাপন’ গতকাল রবিবার সিএসই ও এবিজি লিমিটেডের মধ্যে চুক্তি সই অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।সালমান এফ রহমান বলেন, ‘আমি অনেক সারপ্রাইজড হলাম। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বলেছেন, উনারা সব সময় সাহসী উদ্যোগ নেন। রিস্ক নিয়ে অনেক ডিসিশন নিয়েছেন। সফল হয়েছেন। এখন উনারা ক্যাপিটাল মার্কেটে এসেছেন। ’তিনি বলেন, ‘গত ১৪ বছরে প্রধানমন্ত্রী দেশকে এ জায়গায় এনেছেন। আমাদের অসাধারণ অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। আমাদের পুঁজিবাজারের বেসিক দুর্বলতা হলো ইনস্টিটিউশনাল ইনভেস্টর নেই। রিটেইল ইনভেস্টরস নির্ভর। আমি অনুরোধ করেছি। অবকাঠামো হয়ে গেছে। আজ (গতকাল) বসুন্ধরা গ্রুপ সিএসইর সঙ্গে যুক্ত হয়েছে। এর ইতিবাচক প্রভাব পড়বে পুঁজিবাজারে। বসুন্ধরা গ্রুপ ডাইরেকশন দিচ্ছে। উনি যখন নতুন বিনিয়োগে গেছেন অন্যরা উনাকে ফলো করে সাফল্য পেয়েছেন। আশা করি ক্যাপিটাল মার্কেটেও সাফল্য পাবেন। ’সালমান এফ রহমান বলেন, ১৯৯৬ সালে একটি টিভি ছিল বিটিভি। প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে কত টিভি চ্যানেল দিয়েছেন। লাইসেন্স যাঁরা পেয়েছেন তাঁরা কমপ্লেইন করেন বেশি লাইসেন্স দিচ্ছেন। একটি মোবাইল ফোন কম্পানি ছিল মনোপলি। প্রধানমন্ত্রী তিনটি দিলেন। খালেদা জিয়া সেই ফাইল ড্রয়ারে লক করে দিয়েছিলেন, মনোপলি বহাল রেখেছিলেন।