পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিএসইসির জরুরি বৈঠক
দেশের পুঁজিবাজারের অব্যাহত দরপতনে প্রতিদিনই বিনিয়োগকারীরা পুঁজি হারাচ্ছে। টালমাটাল পুঁজিবাজারের এমন পরিস্থিতি নিয়ে জরুরী বৈঠক ডেকেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।আজ বুধবার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় কমিশনের মাল্টিপারপাস হলে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।সভায় পুঁজিবাজার সংশ্লিষ্ট স্টেকহোল্ডার, বাজার মধ্যস্থতাকারীগণ এবং বিএসইসির কমিশনারগণ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।জানা গেছে, দেশের পুঁজিবাজারে কয়েকদিন যাবৎ অব্যাহত দরপতনসহ বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে এ বৈঠকে বসবে বিএসইসি।