পতনের নেপথ্যে ৬ কোম্পানির শেয়ার

Date: 2024-01-09 00:00:09
পতনের নেপথ্যে ৬ কোম্পানির শেয়ার
নির্বাচনের পরের দিন গতকাল (সোমবার) বড় উত্থানে ছিল দেশের শেয়ারবাজার। ওইদিন ডিএসইর সূচক বেড়েছিল প্রায় ২৫ পয়েন্ট।আগের দিনের উত্থানের ধারাবাহিকতায় আজ মঙ্গলবারও (০৯ জানুয়ারি) ইতিবাচক প্রবণতায় শেয়ারবাজারের লেনদেন শুরু হয়। কিন্তু উত্থান প্রবণতা বেশিক্ষণ থাকতে পারেনি। কিছুক্ষণ পরেই নেতিবাচক প্রবণতা ভর করে উভয় বাজারে।আজ দিনভর মিশ্র প্রবণতায় লেনদেন হয়েছে শেয়ারবাজারে। কখনও উত্থানের পরশ, কখনো পতনের ভয়। এভাবে চলার পর দিনশেষে নেতিবাচক প্রবণতার বৃত্তেই ফিরে আসে বাজারের সূচক।আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে পৌনে ২ পয়েন্ট। সূচকের এই পতনের নেপথ্য ভূমিকায় ছিল বড় মূলধনী ৬ কোম্পানির শেয়ার। যেগুলোর শেয়ার দরে পতনের কারণে ডিএসইর সূচক কমেছে ২ পয়েন্টের বেশি।কোম্পানি ৬টি হলো- লাফার্জহোলসিম, প্রিমিয়ার ব্যাংক, যমুনা ব্যাংক, বিডি থাই অ্যালুমিনিয়াম, পূবালী ব্যাংক ও সী পার্ল রিসোর্ট। স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।আজ লাফার্জহোলসিমের শেয়ারদর কমেছে ৩০ পয়সা, প্রিমিয়ার ব্যাংকের ২০ পয়সা, যমুনা ব্যাংকের ৩০ পয়সা, বিডি থাই অ্যালুমিনিয়ামের ৭০ পয়সা, পূবালী ব্যাংকের ৪০ পয়সা এবং সী পার্ল রিসোর্টের ১ টাকা ৬০ পয়সা।এর ফলে লাফার্জহোলসিম ডিএসইর সূচক কমিয়েছে ০.৫৩ পয়েন্ট, প্রিমিয়ার ব্যাংক ০.৩৮ পয়েন্ট,, যমুনা ব্যাংক ০.৩৭ পয়েন্ট, বিডি থাই অ্যালুমিনিয়াম ০.৩৩ পয়েন্ট, পূবালী ব্যাংক ০.৩১ পয়েন্ট এবং সী পার্ল রিসোর্ট ০.২৯ পয়েন্ট।

Share this news