পতনের বাজারেও ফ্লোর প্রাইস ভেঙ্গেছে যে কোম্পানির

Date: 2023-10-15 05:00:07
পতনের বাজারেও ফ্লোর প্রাইস ভেঙ্গেছে যে কোম্পানির
সপ্তাহের প্রথম কাযদিবস রোববার (১৫ অক্টোবর) পতন দিয়ে লেনদেন শেষ করেছে শেয়ারবাজার। এদিন ডিএসইর প্রধান সূচক কমেছে ৬.২০ পয়েন্ট। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর। এরমধ্যেও আজ ফ্লোর প্রাইস ভেঙ্গে লেনদেন হতে দেখা গেছে একটি কোম্পানির। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আজ ফ্লোর প্রাইস ভেঙ্গে লেনদেন হওয়া কোম্পানি হচ্ছে বহুজাতিক কোম্পানির বাটা সু লিমিটেড।আজ কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৮০ পয়সা বা ০.০৮ শতাংশ। আগের দিন কোম্পানিটির শেয়ারদর ছিলো ৯৮৯ টাকা। আজ ফ্লোর প্রাইস ভেঙ্গে কোম্পানিটির ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে ৯৮৯ টাকা ৮০ পয়সায়।

Share this news