পতনের বাজারে ফ্লোর প্রাইস ভেঙ্গেছে যে কোম্পানি

Date: 2022-12-14 04:00:16
পতনের বাজারে ফ্লোর প্রাইস ভেঙ্গেছে যে কোম্পানি
চলতি সপ্তাহের টানা তিন কার্যদিবস উত্থানের পর আজ বুধবার (১৪ ডিসেম্বর) কিছুটা কারেকশন হয়েছে। আজ কমেছে সূচকের পাশাপামি লেনদেনও। তবুও আজ ফ্লোর প্রাইস ভেঙ্গেছে একটি কোম্পানি। আজ ফ্লোর ভেঙ্গে শেয়ারদর উপরে উঠা একমাত্র কোম্পানিটি হচ্ছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিডে।স্টক নাও সূত্রে এ তথ্য জানা গেছে।আজ সেন্ট্রাল ইন্স্যুরেন্সের শেয়ার ফ্লোর প্রাইস অতিক্রম করে ৭০ পয়সা বা ১.৮৮ শতাংশ বেড়ে ৩৭ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে। আগের দিন কোম্পানিটির শেয়ার ছিল ফ্লোর প্রাইসে ৩৭ টাকা ২০ পয়সায়।

Share this news