পতনেও শেয়ার কেনার আগ্রহ সেবা খাতে!

Date: 2022-10-03 23:00:11
পতনেও শেয়ার কেনার আগ্রহ সেবা খাতে!
প্রথম কার্যদিবসে উত্থান হলেও সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল দেশের পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসইর) সবগুলো সূচক কমেছে। সেই সঙ্গে লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। তবে ডিএসইতে লেনদেনে অংশ বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত ছিল। গতকাল সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের পতন হলেও বিনিয়োগকারীদের আগ্রহ বেশি ছিল সেবা ও আবাসন খাতের শেয়ারে। এর ফলে আলোচিত খাতটিতে শেয়ার দর বেশি বেড়েছে। এরপর শেয়ার দর বেশি বেড়েছে সিরামিক খাতের শেয়ারে। এছাড়া বিনিয়োগকারীদের আগ্রহের দিক থেকে তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে ভ্রমণ ও অবকাশ এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতের শেয়ার।বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল আগ্রহ বেশি থাকা সেবা খাতের শেয়ার দর বেড়েছে ২ দশমিক ৬০ শতাংশ। এদিন খাতটিতে মোট ৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া শেয়ারগুলোর মধ্যে দাম বেড়েছে ২টি কোম্পানির এবং কমেছে ২টির। দ্বিতীয় স্থানে থাকা সিরামিক খাতের শেয়ার দর গতকাল বেড়েছে দশমিক ৬০ শতাংশ। খাতটিতে গতকাল মোট ৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ২টি কোম্পানির শেয়ারের এবং কমেছে ২টির। আর একটি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। গতকাল শেয়ার দর বৃদ্ধি দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভ্রমণ খাতের শেয়ার দর দশমিক ৫০ শতাংশ বেড়েছে। আলোচিত খাতটিতে গতকাল মোট ৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। খাতটিতে লেনদেন হওয়া শেয়ারগুলোর মধ্যে ১টির দাম বেড়েছে এবং ২টির কমেছে।এদিকে গতকাল বিনিয়োগকারীদের আগ্রহের চতুর্থ স্থানে রয়েছে জ্বালানি খাতের কোম্পানির শেয়ার। এ খাতে গতকাল শেয়ার দর বেড়েছে দশমিক ৩০ শতাংশ। খাতটিতে গতকাল মোট ২৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১২টি কোম্পানির শেয়ার দর বেড়েছে এবং ৯টির শেয়ার দর কমেছে।এদিকে গতকাল বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় শেয়ার দর বেশি কমেছে আইটি খাতের কোম্পানির শেয়ারে। খাতটিতে গতকাল শেয়ার দর কমেছে ২ দশমিক ৬০ শতাংশ। এরপর বেশি কমেছে কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানির শেয়ারে। এদিন কাগজ খাতে শেয়ার দর কমেছে ২ দশমিক ১০ শতাংশ। শেয়ার দর কমায় তৃতীয় স্থানে থাকা বিবিধ খাতের শেয়ারের দর কমেছে ১ দশমিক ২০ শতাংশ।অপরদিকে গতকাল লেনদেনের দিক থেকে সবচেয় বেশি লেনদেন হয়েছে প্রকৌশল খাতে। খাতটিতে গতকাল ডিএসইর মোট লেনদেনের ২১ দশমিক ৮০ শতাংশ লেনদেন হয়েছে। এরপর দ্বিতীয় স্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতে গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৫ দশমিক ১০ শতাংশ লেনদেন হয়েছে। ৬১১ দশমিক ৯০ শতাংশ লেনদেন হওয়া বিবিধ খাত রয়েছে তৃতীয় স্থানে। গতকাল চতুর্থ স্থানে থাকা সেবা খাতে ডিএসইর মোট লেনদেনের ৮ দশমিক ৬০ শতাংশ লেনদেন হয়েছে।গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩ দশমিক ২৩ পয়েন্ট বা দশমিক ২০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৫১৮ দশমিক ৩৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১ দশমিক ৪৬ বা দশমিক ১০ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৭ দশমিক ৬৫ পয়েন্ট বা দশমিক ৩২ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৪২২ দশমিক ০৮ পয়েন্টে এবং দুই হাজার ৩২৬ দশমিক ১৭ পয়েন্টে। ডিএসইতে গতকাল এক হাজার ২৮৪ কোটি ৭৩ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবস থেকে ২৪৮ কোটি ৬৭ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৫৩৩ কোটি ৪০ লাখ টাকার।গতকাল ডিএসইতে ৩৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৪টির বা ১৯ দশমিক ৭৯ শতাংশের, শেয়ার দর কমেছে ১২২টির বা ৩২ দশমিক ৬২ শতাংশের এবং ১৭৮টির বা ৪৭ দশমকি ৫৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত ছিল।

Share this news