পতনেও ফ্লোর প্রাইস ভেঙ্গে লেনদেন

Date: 2023-10-08 01:00:08
পতনেও ফ্লোর প্রাইস ভেঙ্গে লেনদেন
সপ্তাহের প্রথম কাযদিবস রোববার (০৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রধান সূচক কমেছে সাড়ে ২৪ পয়েন্ট। শেয়ারবাজারের এমন বড় পতনের দিনে শেয়অরদর বেড়েছে মাত্র ১৪টি কোম্পানির। আর শেয়অরদর কমেছে ১৩৪টি কোম্পানির। অন্যদিকে শেয়ারদর অপরিবর্তিত রয়েছে ১৪৯টি কোম্পানির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, শেয়ারবাজারের এমন বড় পতনের দিনেও ফ্লোর প্রাইস ভেঙ্গেছে একটি কোম্পানির শেয়ার। এই কোম্পানিটি হচ্ছে ইস্টার্ন ক্যাবলস লিমিটেড।আজ কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩০ পয়সা বা ০.১৭ শতাংশ। আগের দিন ফ্লোর প্রাইসে কোম্পানিটির শেয়ারদর ছিলো ১৮১ টাকা ৩০ পয়সা। আজ ফ্লোর প্রাইস ভেঙ্গে কোম্পানিটির শেয়ারদর ফ্লোজ হয়েছে ১৮১ টাকা ৬০ পয়সায়। তবে আজ কোম্পানিটির শেয়ার সর্বোচ্চ ১৮৭ টাকা ৬০ পয়সা পর্যন্ত লেনদেন হতে দেখা গেছে।

Share this news