পতনেও বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর

আগেরদিনের ধারাবাহিকতায় আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও শেয়ারবাজারে নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। তবে আজ পতন প্রবণতার মধ্যেও বেশিরভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে।বাজার পর্যালোচনায় দেখা যায়, গেল সপ্তাহের শেষ তিন কার্যদিবসে (মঙ্গলবার-বৃহস্পতিবার) শেয়ারবাজার উত্থানে ছিল। কিন্তু উত্থান প্রবণতার মধ্যেও লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারদর কমেছে। তবে দৃশ্যপট বদলে গেছে। আজবাজার সংশ্লিষ্টরা বলছেন, ওই তিনদিন গুটি কয়েক বড় মূলধনী কোম্পানির শেয়ার দরে ছিল বড় উল্লম্ফন। যে কারণে ওই দিনগুলোতে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর পতনে থাকলেও সূচক ছিল ঊর্ধ্বমুখী। আর আজ বড় মূলধনী কোম্পানিগুলো সংশোধনে ফিরেছে। সে কারণে আজ বেশিরভাগ কোম্পানির শেয়ারদর বাড়লেও সূচক নিম্নমুখী ধারায়ে রয়েছে।বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ সোমবার শেয়ার কেনার চেয়ে বিক্রির চাপের মধ্যে লেনদেন শুরু হয়। লেনদেনের প্রথম ঘণ্টায় ক্রেতা-বিক্রেতার সংকট না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা সংকট দেখা দেয়। অবস্থা এমন হয় যে অন্তত ৬২টি কোম্পানির শেয়ারের ক্রেতা উধাও হয়ে যায়। তবে বাজারের চিত্র পাল্টে যায় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং প্রকৌশল খাতের শেয়ারের চমকে। এ তিন খাতের শেয়ার ইতিবাচক ধারায় থাকায় আজ বাজার বড় পতন থেকে রক্ষা পায়।সোমবার বাজার পরিস্থিতি:ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আজ ৯.৯৯ পয়েন্ট বা ০.১৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৫২৮.৩০ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ২.৬৮ পয়েন্ট বা ০.১৮ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৬.৬৭ পয়েন্ট বা ০.৭০ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪২৯.৪৫ পয়েন্টে এবং দুই হাজার ৩৫৬.৬২ পয়েন্টে।টাকার পরিমাণে ডিএসইতে আজ লেনদেন এক হাজার ৩৬০ কোটি ৭৪ লাখ টাকার। যা আগের দিন থেকে ৩৩০ কোটি ৮২ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ৬৯১ কোটি ৫৬ লাখ টাকার।ডিএসইতে আজ ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৪টির বা ৩২.৮১ শতাংশের, শেয়ার দর কমেছে ১১৫টির বা ৩০.৪২ শতাংশের এবং ১৩৯টির বা ৩৬.৭৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬১.৪৪ পয়েন্ট বা ০.৩১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ১৯৮.৬০ পয়েন্টে।এদিন সিএসইতে ২৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১০টির দর বেড়েছে, কমেছে ৮১টির আর ১০০টির দর অপরিবর্তিত রয়েছে। আজ সিএসইতে ২৭ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।