পতনেও আইটি খাতে শেয়ার কেনার চাপ

Date: 2022-11-07 16:00:15
পতনেও আইটি খাতে শেয়ার কেনার চাপ
প্রথম কার্যদিবসে নামমাত্র উত্থান হলেও সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে গতকাল দেশের পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন পুঁজিবাজারের সব সূচক কমেছে। এদিন লেনদেনও আগের দিনের তুলনায় কমেছে। এছাড়া ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটদর অপরিবর্তিত রয়েছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের পতনেও বিনিয়োগকারীদের শেয়ার কেনার চাপ ছিল আইটি খাতের শেয়ারে। এর ফলে আলোচিত খাতটিতে শেয়ারদর সবচেয়ে বেশি বেড়েছে। এরপর শেয়ারদর বেশি বেড়েছে কাগজ ও মুদ্রণ খাতে। এছাড়া বিনিয়োগকারীদের আগ্রহের দিক থেকে তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে রয়েছে জ্বালানি ও বিদ্যুৎ এবং ট্যানারি খাতের শেয়ার।বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল আগ্রহ বেশি থাকা আইটি খাতের শেয়ারদর বেড়েছে ৪ দশমিক ৯০ শতাংশ। এদিন খাতটিতে মোট ১১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া শেয়ারগুলোর মধ্যে দাম বেড়েছে আটটি কোম্পানির এবং দুটি কোম্পানির শেয়ারদর কমেছে। দ্বিতীয় স্থানে থাকা কাগজ খাতের শেয়ারদর গতকাল বেড়েছে দশমিক ৯০ শতাংশ। খাতটিতে গতকাল মোট ছয়টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে তিনটি কোম্পানির শেয়ারের এবং দুটির শেয়ারদর কমেছে। গতকাল শেয়ারদর বৃদ্ধির দিক থেকে তৃতীয় স্থানে থাকা জ্বালানি খাতের শেয়ারদর দশমিক ২০ শতাংশ বেড়েছে। আলোচিত খাতটিতে গতকাল মোট ২৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। খাতটিতে লেনদেন হওয়া শেয়ারগুলোর মধ্যে ছয়টির দাম বেড়েছে এবং পাঁচটির শেয়ারদর কমেছে। এদিকে গতকাল বিনিয়োগকারীদের আগ্রহের চতুর্থ স্থানে রয়েছে ট্যানারি খাতের কোম্পানির শেয়ার। এ খাতে গতকাল শেয়ারদর বেড়েছে দশমিক ১০ শতাংশ। খাতটিতে গতকাল মোট ছয়টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে একটি কোম্পানির শেয়ারদর বেড়েছে এবং বাকি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত ছিল।এদিকে গতকাল বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় শেয়ারদর সবচেয়ে বেশি কমেছে পাট খাতের কোম্পানির শেয়ারে। খাতটিতে গতকাল শেয়ারদর কমেছে তিন দশমিক ১০ শতাংশ। এরপর দ্বিতীয় স্থানে থাকা বিমা খাতের শেয়ারদর কমেছে দুই শতাংশ। দুই শতাংশ শেয়ারদর কমে গতকাল তৃতীয় স্থানে ছিল সেবা ও আবাসন খাত।অপরদিকে লেনদেনের দিক থেকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইটি খাতে। খাতটিতে গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৯ দশমিক ৮০ শতাংশ লেনদেন হয়েছে। এরপর দ্বিতীয় স্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতে গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৫ দশমিক ৬০ শতাংশ লেনদেন হয়েছে। ১২ দশমিক ১০ শতাংশ লেনদেন হওয়া বিবিধ খাত রয়েছে তৃতীয় স্থানে। গতকাল চতুর্থ স্থানে থাকা প্রকৌশল খাতে ডিএসইর মোট লেনদেনের ৭ দশমিক ৯০ শতাংশ লেনদেন হয়েছে।বাজার পর্যালোচনায় দেখা গেছে, গতকাল ডিএসইতে এক হাজার ২৩৫ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে এক হাজার ২৭৫ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল, যা আগের দিন থেকে ৩৯ কোটি ৬৫ লাখ টাকা কম শেয়ার লেনদেন হয়েছে।ডিএসই গতকাল প্রধান বা ডিএসইএক্স সূচক ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ছয় হাজার ৩৯৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ্ সূচক চার পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৪০১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ২৪৫ পয়েন্টে। গতকাল ডিএসইতে ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৮টির।অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩৯ পয়েন্ট কমেছে। গতকাল সিএসইতে ২২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this news