পতনেও আগ্রহের শীর্ষে উঠে এসেছে সেবা খাত

Date: 2022-09-12 01:25:49
পতনেও আগ্রহের শীর্ষে উঠে এসেছে সেবা খাত
গত সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের উত্থান হলেও এই সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইর প্রধান সূচকের পতনের মধ্য দিয়ে শেষ হয় লেনদেন। সূচকের সঙ্গে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং লেনদেন কমেছে। গতকাল সূচকের পতনেও বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে উঠে আসে সেবা খাত। বিনিয়োগকারীদের আগ্রহের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে বিবিধ খাত। এর পরের স্থানে যথাক্রমে রয়েছে সিরামিক ও মিউচুয়াল ফান্ড।পুঁজিবাজার পর্যবেক্ষণ করে দেখা গেছে, গতকাল সেবা খাতে চারটি কোম্পানির লেনদেন হয়েছে। এ খাতে চারটি কোম্পানির মধ্যে তিনটির শেয়ার দাম বেড়েছে ও একটির দাম কমেছে। এর ফলে গতকাল সেবা খাতে ২ দশমিক ২৫ শতাংশ শেয়ার দর বেড়েছে। দ্বিতীয় স্থানে থাকা বিবিধ খাতের শেয়ারদর বেড়েছে ২ দশমিক ২১ শতাংশ। গতকাল বিবিধ খাতে লেনদেন হওয়া ১৫টি কোম্পানির মধ্যে ২টির শেয়ার দর বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে সিরামিক খাত। এ খাতে শেয়ারদর বেড়েছে দশমিক ২৮ শতাংশ। গতকাল এ খাতে লেনদেন হওয়া ৫টি কোম্পানির মধ্যে ১টির শেয়ারদর বেড়েছে। অন্যদিকে শেয়ারদর কমার তালিকায় সবচেয়ে বেশি দর কমেছে আইটি খাতে। গতকাল আইটি খাতে শেয়ারদর কমেছে ১ দশমিক ৯৮ শতাংশ। এর পরের অবস্থানে রয়েছে পেপার ও পিন্টিং খাত। এ খাতে শেয়ারদর কমেছে ১ দশমিক ৯৭ শতাংশ।এদিকে টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে অবস্থান করছে ওষুধ ও রসায়ন খাত। খাতটিতে ডিএসইর মোট লেনদেনের ১৬ দশমিক ৫০ শতাংশ লেনদেন হয়েছে। এর পরের স্থানে রয়েছে ব্যাংক খাত। খাতটিতে ১৪ দশমিক ৫০ শতাংশ লেনদেন হয়েছে। ডিএসইর মোট লেনদেনের ১২ দশমিক ৬০ শতাংশ লেনদেন করে তৃতীয় স্থানে অবস্থান করছে টেলিযোগাযোগ খাত। ১১ দশমিক ৭০ শতাংশ লেনদেন করে চতুর্থ স্থানে অবস্থান করছে প্রকৌশল খাত।বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৫৩৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৩২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩৭৩ পয়েন্টে।গতকাল ডিএসইতে ৩৭৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ২১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৯টির। গতকাল ডিএসইতে ১ হাজার ৬৯১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১৮৬ কোটি ২০ লাখ টাকা কম লেনদেন হয়েছে।

Share this news