পতন ঠেকাতে শীর্ষ ব্রোকারদের সঙ্গে বৈঠকে বসছে বিএসইসি

Date: 2023-06-16 10:00:23
পতন ঠেকাতে শীর্ষ ব্রোকারদের সঙ্গে বৈঠকে বসছে বিএসইসি
দীর্ঘদিন পর শেয়ারবাজারে ছন্দ ফিরে এসেছিল। বেড়েছিল লেনদেন, বেড়েছিল সূচক, বেড়েছিল শেয়ারদরও। কিন্তু গত সপ্তাহে হঠাৎ করে সেই ছন্দে টানাপোড়ন দেখা দেয়। নেমে আসে টানা পতন। ধারাবাহিক সেই পতন ঠেকাতে শীর্ষ ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামী ২০ জুন দেশের শীর্ষ ব্রোকারদের নিয়ে সেই বৈঠক ডাকা হয়েছে।বিএসইসির সহকারী পরিচালক মো. ফয়সাল ইসলাম স্বাক্ষরিত এক চিঠি শীর্ষ ব্রোকারদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ২০ জুন বেলা ১২টায় কমিশনের বোর্ড রুমে সভাটি অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ৬ জুন লেনদেন শেষ সূচক দাঁড়িয়েছিল ৬৩৫৬ পয়েন্ট। পরের দিন ইতিবাচক ধারায় লেনদেন শুরুও হয়েছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে নতুন আয়কর আইন নিয়ে গুজব ছড়ানো হয়। গুজবে বলা হয়, ক্যাপিটাল গেইনের উপর কর আরোপ করা হচ্ছে। নতুন আয় কর আইনের গুজবে সেদিন ৪০ পয়েন্ট পড়ে যায়। এর পরের কর্মদিবসগুলোতেও সূচকের ধারাবাহিক পতন হয়। তবে শেষ কর্মদিবস বৃহস্পতিবার সূচক কিছুটা ঊর্ধ্বমুখী হয়। এদিন লেনদেন শেষে সূচক অবস্থান করে ৬২৮০ পয়েন্টে।এদিকে নতুন আয়কর আইনে ক্যাপিটাল গেইন করের আওতামুক্ত রয়েছে। শেয়ারবাজারে হঠাৎ পতনের কোনো কারণই নেই। একটি স্বার্থান্বেষী গোষ্ঠি নিজেদের স্বার্থ হাসিলের জন্য সময়ে সময়ে নানা গুজব ছড়ায়। এসব নিয়ে আগামী ২০ জুন শীর্ষ ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে বিএসইসি।

Share this news