প্রথমার্ধে হাইডেলবার্গ সিমেন্টের বিক্রি বেড়েছে ১০%

Date: 2023-07-26 17:00:11
প্রথমার্ধে হাইডেলবার্গ সিমেন্টের বিক্রি বেড়েছে ১০%
চলতি ২০২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) এর আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের বিক্রি বেড়েছে প্রায় ১০ শতাংশ। গত হিসাব বছরের প্রথমার্ধে কর-পরবর্তী নিট লোকসান হওয়া কোম্পানিটি চলতি হিসাব বছরের একই সময়ে মুনাফায় ফিরেছে। বহুজাতিক কোম্পানিটির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশের বিক্রি হয়েছে ১ হাজার ২০ কোটি ৭৩ লাখ টাকা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯৩০ কোটি ৫৬ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির বিক্রি বেড়েছে ৯০ কোটি ১৭ লাখ টাকা বা ৯ দশমিক ৬৯ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪৭ কোটি ৮০ লাখ টাকা। এর আগের হিসাব বছরের একই সময়ে যেখানে কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছিল ২০ কোটি ৫৩ লাখ টাকা। চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৪৬ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যেখানে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৩ টাকা ৬৩ পয়সা। কোম্পানিটি জানিয়েছে, আলোচ্য সময়ে বিক্রি বাড়ার কারণে তাদের ভালো মুনাফা অর্জন হয়েছে।

Share this news