প্রথমার্ধে আরএকে সিরামিকসের নিট মুনাফা কমেছে ৩৪%

Date: 2023-07-18 17:00:09
প্রথমার্ধে আরএকে সিরামিকসের নিট মুনাফা কমেছে ৩৪%
বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের চলতি ২০২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) এর আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় সমন্বিত বিক্রি সামান্য বাড়লেও কর-পরবর্তী নিট মুনাফা কমতে দেখা গেছে। এ সময়ে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা কমেছে প্রায় ৩৪ শতাংশ। তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানিটির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। কোম্পানির গতকাল অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ আর্থিক প্রতিবেদন অনুমোদিত হয়েছে।প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে আরএকে সিরামিকস বাংলাদেশের সমন্বিত বিক্রি হয়েছে ৩৮১ কোটি ৪০ লাখ টাকা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৮০ কোটি ৩০ লাখ টাকা। সে হিসাবে বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত বিক্রি বেড়েছে ১ কোটি ১০ লাখ টাকা বা শূন্য দশমিক ২৯ শতাংশ। তবে আলোচ্য সময়ে উৎপাদন খরচ আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় ১৭ কোটি ৫৯ লাখ টাকা বৃদ্ধি পাওয়ায় কোম্পানির সমন্বিত গ্রস আয় সাড়ে ১৬ কোটি টাকা বা ১৪ দশমিক ৬২ শতাংশ কমে গেছে। আলোচ্য সময়ে কোম্পানির সমন্বিত গ্রস আয় হয়েছে ৯৬ কোটি ৩১ লাখ টকা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা হয়েছিল ১১২ কোটি ৮১ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত পরিচালন মুনাফা হয়েছে ৪০ কোটি ৪৯ লাখ টাকা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা হয়েছিল ৬৪ কোটি ৪ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানির সমন্বিত পরিচালন মুনাফা কমেছে ২৩ কোটি ৫৫ লাখ টাকা বা ৩৬ দশমিক ৭৮ শতাংশ। চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৮ কোটি ৫৩ লাখ টাকা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৩ কোটি ৪ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানির সমন্বিত নিট মুনাফা কমেছে ১৪ কোটি ৫২ লাখ টাকা বা ৩৩ দশমিক ৭৩ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৬৭ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ১ পয়সা। এদিকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত বিক্রি হয়েছে ১৮০ কোটি ৪৬ লাখ টাকা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৭৯ কোটি ৬৫ লাখ টাকা। সে হিসাবে বছরের ব্যধানে কোম্পানিটির সমন্বিত বিক্রি বেড়েছে ৮২ লাখ টাকা বা শূন্য দশমিক ৪৫ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১২ কোটি ৮৮ লাখ টাকা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা হয়েছিল ১৮ কোটি ৭৩ লাখ টাকা। বছরের ব্যবধানে সমন্বিত নিট মুনাফা বেড়েছে ৫ কোটি ৮৫ লাখ টাকা বা ৩৩ দশমিক ২৫ শতাংশ। এ সময়ে কোম্পানির সমন্বিত ইপিএস হয়েছে ৩০ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৪ পয়সা।

Share this news