প্রথম প্রান্তিকে রেকিট বেনকিজারের নিট মুনাফা বেড়েছে ৬৭%

Date: 2023-04-18 21:00:23
প্রথম প্রান্তিকে রেকিট বেনকিজারের নিট মুনাফা বেড়েছে ৬৭%
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেকিট বেনকিজার বাংলাদেশ পিএলসির আয় ও কর-পরবর্তী নিট মুনাফা দুটোই চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। এর মধ্যে নিট মুনাফা বেড়েছে ৬৭ শতাংশেরও বেশি। বহুজাতিক কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে রেকিট বেনকিজার বাংলাদেশের আয় হয়েছে ১৩৬ কোটি ৬৩ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এ আয় ছিল ১২৭ কোটি ৪৯ লাখ টাকা। এক বছরের ব্যবধানে প্রথম প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে ৯ কোটি ১৫ লাখ টাকা বা ৭ দশমিক ১৭ শতাংশ। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৫ কোটি ২১ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯ কোটি ১০ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৬ কোটি ১১ লাখ টাকা বা ৬৭ দশমিক ১৭ শতাংশ। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩২ টাকা ১৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৯ টাকা ২৫ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০৮ টাকা ৯৮ পয়সায়। রেকিট বেনকিজার বাংলাদেশের পরিচালনা পর্ষদ সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৯৮০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩৯ টাকা ৫০ পয়সা। এর আগের হিসাব বছরে যা ছিল ১৭১ টাকা শূন্য ৩ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭৬ টাকা ৮০ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২০০ টাকা ৬৫ পয়সায়।৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে জন্য বিনিয়োগকারীদের ১ হাজার ৬৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে রেকিট বেনকিজার বাংলাদেশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৭১ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৫৬ টাকা ৩৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২০০ টাকা ৬৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৭০ টাকা ৯৫ পয়সা।৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১ হাজার ৪০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ২০১৯ হিসাব বছর কোম্পানিটি ১ হাজার ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। ২০১৮ সালে ৭০০ শতাংশ নগদ, ২০১৭ সালে ৭৯০ শতাংশ নগদ, ২০১৬ সালে ৭৭৫ শতাংশ নগদ ও ২০১৫ সালে ৬৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

Share this news