প্রথম প্রান্তিকে ম্যারিকোর ইপিএস বেড়েছে ২৯ শতাংশ

Date: 2023-07-29 09:00:06
প্রথম প্রান্তিকে ম্যারিকোর ইপিএস বেড়েছে ২৯ শতাংশ
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন, ২০২৩) এর আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে প্রায় ২৯ শতাংশ। পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।প্রাপ্ত তথ্যমতে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে বার্জার পেইন্টসের ইপিএস হয়েছে ৪২ টাকা ১৮ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা হয়েছিল ৩২ টাকা ৬৭ পয়সা। সে হিসাবে বছরের ব্যবধানে ব্যাংকটির ইপিএস বেড়েছে ৯ টাকা ৫১ পয়সা বা ২৯ দশমিক ১০ শতাংশ। গত ৩০ জুন শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫৬ টাকা ৩ পয়সায়। আর প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহ হয়েছে ৫১ টাকা ৮ পয়সা। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩০ টাকা ১৯ পয়সা।ওষুধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ মার্চ, ২০২৩ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ মোট ৭৫০ নগদ শতাংশ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২২ টাকা ৯৩ পয়সা এবং ৩১ মার্চ, ২০২৩ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১৩ টাকা ৮৫ পয়সা। আর এ হিসাববছরে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ১৭১ টাকা ২৩ পয়সা। এর আগে ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ মোট ৮০০ নগদ শতাংশ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১১২ টাকা ৮২ পয়সা এবং ৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৫ টাকা ৩৭ পয়সা। আর এই হিসাববছরে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ১১৪ টাকা ৪৬ পয়সা। কোম্পানিটি ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ৪০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৩১ কোটি ৫০ লাখ টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ২১০ কোটি ৩৪ লাখ টাকা। ম্যারিকোর মোট তিন কোটি ১৫ লাখ শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা বা পরিচালকদের কাছে ৯০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৬ দশমিক ৬২ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ১ দশমিক ৯০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে এক দশমিক ৪৮ শতাংশ শেয়ার।

Share this news