প্রথম প্রান্তিকে ইপিএস বেড়েছে রহিমা ফুডের

Date: 2022-11-24 16:00:11
প্রথম প্রান্তিকে ইপিএস বেড়েছে রহিমা ফুডের
চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় পুঁজিবাজারে তালিকাভুক্ত রহিমা ফুড করপোরেশন লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে পাঁচ গুণের বেশি। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানিটির সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে রহিমা ফুডের ইপিএস হয়েছে ২১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস বেড়েছে ১৭ পয়সা বা ৫ দশমিক ২৫ গুণ। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ৭৭ পয়সায়। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ৯ টাকা ৩৩ পয়সায়।৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে পরিচালক ও সহযোগী কোম্পানি বাদে কেবল সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে রহিমা ফুড করপোরেশনের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৯ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৭ পয়সা। পরিচালন কার্যক্রম বৃদ্ধির কারণে সর্বশেষ হিসাব বছরে ইপিএস বেড়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।

Share this news