প্রথম দুই ঘন্টায় লেনদেন ১৮৫ কোটি টাকা

Date: 2023-08-05 21:00:10
প্রথম দুই ঘন্টায় লেনদেন ১৮৫ কোটি টাকা
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে মিশ্র মূল্যসূচকে নিম্নগতিতে লেনদেন চলছে। তাতে লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় ডিএসইএক্স ছাড়া বাকি দুই সূচকে নেতিবাচক প্রবণতা দেখা দিয়েছে। আলোচ্য সময়ে লেনদেন হয়েছে ১৮৫ কোটি টাকা। যেখানে শেষ কার্যদিবসের একই সময়ে লেনদেন হয়েছিলো ২২১ কোটি টাকা।রোববার (৬ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, রোববার ডিএসইর লেনদেন শুরুর দুই ঘন্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৩০ পয়েন্টে।প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১ দশমিক ৩৮ পয়েন্ট কমে এবং ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ৪৭ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৭১ ও ২১৫০ পয়েন্টে অবস্থান করছে।আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৮৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩০টি কোম্পানির শেয়ার।

Share this news