প্রথম ২ ঘন্টায় লেনদেন ৪৭৩ কোটি টাকা

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।এদিন বেলা ১২ টা পর্যন্ত ডিএসইতে ৪৭৩ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭ দশমিক ৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩২৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১১ দশমিক ৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৪৫ পয়েন্টে।আজ ডিএসইতে ৩৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৭টির, কমেছে ১৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির।