পর্ষদ বলেছে শোকজ করতে, ভারপ্রাপ্ত এমডি করলেন বরখাস্ত

Date: 2023-02-08 20:00:13
পর্ষদ বলেছে শোকজ করতে, ভারপ্রাপ্ত এমডি করলেন বরখাস্ত
তথ্য ভুল ও অনিয়মের অভিযোগে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চার কর্মকর্তাকে সরাসরি বরখাস্ত (সাসপেন্ড) করেছে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো সাইফুর রহমান মজুমদার। তবে তাদেরকে শোকজ বা কারন দর্শানোর জন্য চিঠি দিতে নির্দেশ দিয়েছিল ডিএসইর পরিচালনা পর্ষদ। যা থেকে আগ বাড়িয়ে বরখাস্ত করেছেন সাইফুর রহমান।সাসপেন্ড হওয়া কর্মকর্তারা হলেন- ডিএসইর মার্কেট অপারেশন বিভাগের এজিএম মোহাম্মদ রনি ইসলাম, একই বিভাগের ম্যানেজার কামরুজ্জামান, কর্মকর্তা হুমায়ন কবির ও রাকিবুর রহমান।ডিএসইর সূত্রে জানা যায়, শেয়ারবাজারের তালিকাভুক্ত বেশকিছু কোম্পানির আর্থিক প্রতিবেদন তথ্য ভুল সম্প্রতি প্রকাশ করা হয় ডিএসইর ওয়েবসাইটে। এর কিছুক্ষন পর ভুলটি সংশোধন করে সঠিক তথ্য প্রকাশ করে। কিন্তু এর আগেই ভুল তথ্য দেবার পেছনে কারসাজি চক্রের ইন্ধন বলে অভিযোগ উঠে।এছাড়া একটি কোম্পানি নিয়ম ভেঙ্গে স্টক ডিভিডেন্ড ঘোষণা করলেও ডিএসইর মার্কেট অপারেশন বিভাগ তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করেনি, এমন অভিযোগও ওঠে। এ বিষয়টি নিয়ে সর্বশেষ অনুষ্ঠিত ডিএসইর পর্ষদ সভায় ভারপ্রাপ্ত এমডির কাছে জানতে চাওয়া হয়। পাশাপাশি এর সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা বা শোকজ করার নির্দেশ দেওয়া হয়। এরপরই কোন ধরণের শাস্তি বা শোকজ না করে সরাসরি অভিযুক্ত চার কর্মকর্তাকে সাসপেন্ড করলো সাইফুর রহমান মজুমদার।এই প্রসঙ্গে তার (ভারপ্রাপ্ত এমডি) সাথে যোগাযোগ করা হলে কোন মন্তব্যে দেননি। একই সঙ্গে তিনি বিযয়টি এগিয়ে যান। অবশ্য এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছিুক ডিএসইর একাধিক কর্মকর্তা বলেন, কোন ধরনের শোকস বা শাস্তি ছাড়া সাসপেন্ড বিযয়টি সবাইকে ভাবিয়ে তুলেছে।আরও বলেন, ডিএসইর পর্ষদ সভায় অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা বা শোকজ করার নির্দেশ দিয়েছিল। কিন্তু ভারপ্রাপ্ত এমডি তাদের সবাইকে সাসপেন্ড করেছে। এটা ঠিক করেনি। যা ক্ষমতার অপব্যবহার বলে মনে করছেন তারা।

Share this news