প্রকৌশল খাতে মুনাফা বেড়েছে ১৯ কোম্পানির

Date: 2024-02-04 08:00:08
প্রকৌশল খাতে মুনাফা বেড়েছে ১৯ কোম্পানির
শেয়ারবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ৪২টি কোম্পানির মধ্যে এই পর্যন্ত চলতি অর্থবছরের ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ৩৪টি কোম্পানি। এরমধ্যে মুনাফায় অগ্রগতি হয়েছে ১৯টি কোম্পানি। যেগুলোর মধ্যে ১৬টি কোম্পানির মুনাফা বেড়েছে এবং ৩টির লোকসান কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।মুনাফায় অগ্রগতি থাকা কোম্পানিগুলো হলো- বিবিএস ক্যাবলস, বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন ক্যাবলস, জিপিএইচ ইস্পাত, কেডিএস এক্সেসরিজ, মুন্নু এগ্রো, নাহি অ্যালুমিনিয়াম, ন্যাশনাল পলিমার, ন্যাশনাল টিউবস, ওয়াইম্যাক্স ইলেক্ট্রড, কাশেম ইন্ডাস্ট্রিজ, রংপুর ফাউন্ড্রী, রানার অটোমোবাইলস, ওয়ালটন হাইটেক, অলিম্পিক এক্সেসরিজ, এটলাস বাংলাদেশ ও গোল্ডেন সন লিমিটেড।এরমধ্যে অলিম্পিক এক্সেসরিজ, এটলাস বাংলাদেশ ও গোল্ডেন সনের লোকসান আগের বছরের তুলনায় চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে কমেছে।বিবিএস ক্যাবলসঅর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ০৯ পয়সা।তবে প্রথম প্রান্তিকে কোম্পানিটির বড় লোকসান হওয়াতে অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটি এখনো লোকসানে রয়েছে। দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসানে রয়েছে ২১ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২৩ পয়সা।বিএসআরএমএস লিমিটেডঅর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৪৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৮২ পয়সা।অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ৬ টাকা ২৫ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৩ টাকা ৬৯ পয়সা।বিএসআরএম স্টিলঅর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৯০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১৭ পয়সা।অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ১১ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ২৪ পয়সা।কপারটেক ইন্ডাস্ট্রিজঅর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ০৫ পয়সা।প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি ইপিএস হয়েছে ২৭ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২২ পয়সা।ইস্টার্ন ক্যাবলসঅর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর -ডিসেম্বর’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ০৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২১ পয়সা।অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) কোম্পানিটির লোকসান হয়েছে ৬৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২৮ পয়সা।জিপিএইচ ইস্পাতঅর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৬ পয়সা। আগের বছর একই সময়েলোকসানছিল১২ পয়সা।অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩)কোম্পানিটির ইপিএস হয়েছে৩২ পয়সা। আগের বছর একই সময়েলোকসানছিল ১ টাকা৭৬ পয়সা।কেডিএস এক্সেসরিজঅর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪৪ পয়সা।অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩)কোম্পানিটির ইপিএস হয়েছে ৯৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১৪ পয়সা।মুন্নু এগ্রো মেশিনারিজঅর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ৭৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলল ৫২ পয়সা।অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ১ টাকা ৪৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৩ পয়সা।নাহি অ্যালুমিনিয়ামঅর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (সেপ্টেম্বর-ডিসেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ২২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১২ পয়সা।অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ৭১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩০ পয়সা।ন্যাশনাল পলিমারঅর্থববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৪১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০৫ পয়সা।অর্থবছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ১ টাকা ০১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ০৮ পয়সা।ন্যাশনাল টিউবসঅর্থববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩১ পয়সা।অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বার ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪১ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ১৩ পয়সা।ওয়াইম্যাক্স ইলেক্ট্রডঅর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩০ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ২৪ পয়সা।অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ০৯ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৫৩ পয়সা।কাশেম ইন্ডাস্ট্রিজঅর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ২১ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ২৬ পয়সা।অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ৩৪ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ২০ পয়সা।রংপুর ফাউন্ড্রীঅর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ০১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৯৯ পয়সা।অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ১৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ১৪ পয়সা।রানার অটোমোবাইলসঅর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস ছিল ০৫ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ২ টাকা ০৮ পয়সা।তবে প্রথম প্রান্তিকে কোম্পানিটির বড় লোকসান হওয়াতে অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটি এখনো লোকসানে রয়েছে। দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটি লোকসানে রয়েছে ২ টাকা ২২ পয়সা। আগের একই সময়ে লোকসান ছিল ২ টাকা ৮৯ পয়সা।ওয়ালটন হাইটেকঅর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর -ডিসেম্বর ২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৫৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা।অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর ২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ১১ টাকা ২৪ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ৪৭ পয়সা।যেসব কোম্পানির লোকসান কমেছে-অলিম্পিক অ্যাক্সেসরিজঅর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) কোম্পানিটির লোকসান হয়েছে ২৭ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ১৩ পয়সা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির লোকসান কমেছে।তবে দুই প্রান্তিকে কোম্পানিটির লোকসান বেড়েছে। অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৬ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ২১ পয়সা।এটলাস বাংলাদেশঅর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর -ডিসেম্বর ২৩) কোম্পানিটিরশেয়ার প্রতি লোকসানহয়েছে ৪ টাকা ৫৮ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ২ টাকা৮২ পয়সা।অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর ২৩) কোম্পানিটিরশেয়ার প্রতি লোকসানহয়েছে ১ টাকা১৯ পয়সা। আগের বছর একই সময়লোকসানছিল১ টাকা ৪৭ পয়সা।গোল্ডেন সনঅর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর -ডিসেম্বর ২৩) কোম্পানিটিরশেয়ার প্রতি লোকসানহয়েছে০২ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল১৬ পয়সা।অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর ২৩) কোম্পানিটিরশেয়ার প্রতি লোকসানহয়েছে ১২ পয়সা। আগের বছর একই সময়লোকসানছিল৩৯ পয়সা।এদিকে, প্রকৌশল খাতের ৬টি কোম্পানি এখন পর্যন্ত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। কোম্পানিগুলো হলো- অ্যাপোলো ইস্পাত, বিডি থাই অ্যালুমিনিয়াম, আরএসআরএম স্টিল, সুহ্নদ ইন্ডাস্ট্রিজ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়াড ও ইয়াকিন পলিমার লিমিটেড।এছাড়া, ডিসেম্বর ক্লোজিং সিঙ্গার বাংলাদেশসর্বশেষ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আর এসএস স্টিল মিলের মুনাফা অপরিবর্তিত রয়েছে।

Share this news