পরিশোধিত মূলধনের বেশি রিজার্ভ ২৪ বিমা কোম্পানির

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের ৫৭টি কোম্পানির মধ্যে ৪২টি রয়েছে সাধারণ বিমা কোম্পানি। বাকি ১৫টি জীবন বিমা কোম্পানি। সাধারণ বিমা কোম্পানিগুলোর মধ্যে পরিশোধিত মূলধনের বেশি রিজার্ভ রয়েছে ২৪ কোম্পানির। রিজার্ভ কম রয়েছে ১৭ কোম্পানির। বাকি একটি কোম্পানির রিজার্ভ রয়েছে নেগেটিভ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।বেশি রিজার্ভের ২৪ কোম্পানির মধ্যে ৩ কোম্পানির রয়েছে বিশাল রিজার্ভ। কোম্পানিগুলোর রিজার্ভ রয়েছে পরিশোধিত মূলধনের চার গুণ। কোম্পানিগুলো হলো: গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স ও প্রগতি ইন্স্যুরেন্স। কোম্পানিগুলো প্রতিবছর বিনিয়োগকারীদের ২৫ শতাংশের বেশি ডিভিডেন্ড দিচ্ছে।গ্রীনডেল্টা ইন্স্যুরেন্সগ্রীনডেল্টা ইন্সুরেন্স বিমা খাতের শীর্ষ রিজার্ভের কোম্পানি। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১০০ কোটি ১৯ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ৫৯০ কোটি ৬৫ লাখ টাকা। যা পরিশোধিত মূলধনের ৫.৯০ গুণ।উল্লেখ্য, ৩১ ডিসেম্বর, ২০২২ অর্থবছরে বিমা খাতে শীর্ষ মুনাফার কোম্পানি ছিল গ্রীনডেল্টা ইন্সুরেন্স। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭ টাকা ৩০ পয়সা।রিলায়েন্স ইন্স্যুরেন্সরিলায়েন্স ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধন ১০৫ কোটি ১৭ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ৫৬৯ কোটি৪১ লাখ টাকা। যা পরিশোধিত মূলধনের ৫.৪১ গুণ।প্রগতি ইন্স্যুরেন্সপ্রগতি ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধন ৬৫ কোটি ৫৯ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ৩১০ কোটি ৩৯ লাখ টাকা। যা পরিশোধিত মূলধনের ৪.৭৩ গুণ।পরিশোধিত মূলধনের বেশি রিজার্ভ যে ২৪ কোম্পানিরকোম্পানির নামপরিশোধিত মূলধনমোট রিজার্ভরিজার্ভ বেশি১গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স১০০ কোটি ১৯ লাখ৫৯০ কোটি ৬৫ লাখ৫.৯০ গুণ২রিলায়েন্স ইন্স্যুরেন্স১০৫ কোটি ১৭ লাখ৬০৭ কোটি ২ লাখ৫.৭৭ গুণ৩প্রগতি ইন্স্যুরেন্স৬৫ কোটি ৫৯ লাখ৩১০ কোটি ৩৯ লাখ৪.৭৩ গুণ৪সেন্ট্রাল ইন্স্যুরেন্স৫৩ কোটি ১৫ লাখ২০৩ কোটি ৫০ লাখ৩.৮৩ গুণ৫পাইওনিয়ার ইন্স্যুরেন্স৮৪ কোটি ৬৮ লাখ২৭৮ কোটি ৪৭ লাখ৩.২৯ গুণ৬ফনিক্স ইন্স্যুরেন্স৪০ কোটি ৩৫ লাখ১২০ কোটি ৫৫ লাখ৩ গুণ৭ঢাকা ইন্সুরেন্স৪০ কোটি ১৩ লাখ৯৩ কোটি ৬১ লাখ২.৩৩ গুণ৮ইউনাইটেড ইন্স্যুরেন্স৪৪ কোটি ৫০ লাখ১০০ কোটি ৯১ লাখ২.২৭ গুণ৯ইস্টার্ন ইন্সুরেন্স৪৩ কোটি ১১ লাখ৯৬ কোটি ৭৬ লাখ২.২৪ গুণ১০অগ্রণী ইন্স্যুরেন্স৩১ কোটি ৭৬ লাখ৬৩ কোটি ২ লাখ১.৯৮ গুণ১১নিটল ইন্স্যুরেন্স৪০ কোটি ২৮ লাখ৭৭কোটি ৪ লাখ১.৯১ গুণ১২সিটি জেনারেল৬৮ কোটি ১৭ লাখ১১০ কোটি ৬৮ লাখ১.৬২ গুণ১৩পিপলস ইন্সুরেন্স৪৬ কোটি ২০ লাখ৭২ কোটি ৭৭ লাখ১.৫৮ গুণ১৪রিপাবলিক ইন্স্যুরেন্স৫২ কোটি ১ লাখ৮১ কোটি ১৩ লাখ১.৫৬ গুণ১৫প্যারামাউন্ট ইন্স্যুরেন্স৪০ কোটি ৬৭ লাখ৬২ কোটি ২ লাখ১.৫৩ গুণ১৬ক্রিষ্টাল ইন্সুরেন্স৪০ কোটি৫১ কোটি ১৯ লাখ১.২৮ গুণ১৭ইসলামি কমার্শিয়াল৫০ কোটি ৬৬ লাখ৬০ কোটি ৬৬ লাখ১.২০ গুণ১৮রুপালী ইন্সুরেন্স৭৬ কোটি ৬৭ লাখ৯২ কোটি ৭১ লাখ১.২১ গুণ১৯বিএনআইসিএল৪৪ কোটি ২৫ লাখ৫২ কোটি ৪৫ লাখ১.১৯ গুণ২০দেশ জেনারেল৪০ কোটি৪৪ কোটি ৯৯ লাখ১.১২ গুণ২১সোনারবাংলা ইন্স্যুরেন্স৪০ কোটি ৫ লাখ৪৪ কোটি ৪৫ লাখ১.১১ গুণ২২নর্দার্ন ইন্সুরেন্স৪২ কোটি ৬৬ লাখ৪৬ কোটি ৯০ লাখ১.১০ গুণ২৩ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স৮৩ কোটি ৮৯ লাখ৯১ কোটি ৩৬ লাখ১.০৯ গুণ২৪সেনাকল্যাণ ইন্সুরেন্স৪০ কোটি৪০ কোটি ৬৭ লাখ১.০২ গুণপরিশোধিত মূলধনের কম রিজার্ভ যে ১৭ কোম্পানিরক্র.কোম্পানির নামপরিশোধিত মূলধনমোট রিজার্ভরিজার্ভ কম রয়েছে১স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স৩৫ কোটি ৭৭ লাখ৪২ কোটি ৬২ লাখ০.৯৮ গুণ২এশিয়া প্যাসিফিক৪২ কোটি ৩৫ লাখ৪০ কোটি ৪০ লাখ০.৯৫ গুণ৩প্রভাতী ইন্স্যুরেন্স৪০ কোটি ৩২ লাখ৩৭ কোটি ৩২ লাখ০.৯৩ গুণ৪তাকাফুল ইন্স্যুরেন্স৪২ কোটি ৫৯ লাখ৩৮ কোটি ৯৬ লাখ০.৯১৫কর্ণফুলী ইন্স্যুরেন্স৪৪ কোটি ৮৮ লাখ৩৮ কোটি ৪৩ লাখ০.৮৬ গুণ৬মার্কেনটাইল ইন্সুরেন্স৪৩ কোটি ১ লাখ৩৭ কোটি ২৬ লাখ০.৮৬ গুণ৭প্রাইম ইন্স্যুরেন্স৪০ কোটি ৮৮ লাখ৩৫ কোটি ২৮ লাখ০.৮৬ গুণ৮কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স৪১ কোটি ৬১ লাখ৩৪ কোটি ২৮ লাখ০.৮২ গুণ৯এশিয়া ইন্স্যুরেন্স৪৭ কোটি ১ লাখ৩৬ কোটি ৪৫ লাখ০.৭৭ গুণ১০ইসলামী ইন্সুরেন্স৪১ কোটি ১৭ লাখ৩০ কোটি ৯১ লাখ০.৭৫ গুণ১১এক্সপ্রেস ইন্সুরেন্স৬৫ কোটি ২০ লাখ৩৯ কোটি ৩২ লাখ০.৬০ গুণ১২ইউনিয়ন ইন্সুরেন্স৪৮ কোটি ৪১ লাখ২৮কোটি ৮ লাখ০.৫৮ গুণ১৩বিজিআইসি৫৪ কোটি ৩ লাখ২৭ কোটি ৫৪ লাখ০.৫১ গুণ১৪গ্লোবাল ইন্সুরেন্স৪০ কোটি ৫৬ লাখ১৩ কোটি ৬৭ লাখ০.৩৪ গুণ১৫পূরবী জেনারেল৫৮ কোটি ৭ লাখ১৮ কোটি ৬৪ লাখ০.৩২ গুণ১৬ফেডারেল ইন্স্যুরেন্স৭১ কোটি ৪ লাখ২০ কোটি ৮৩ লাখ০.২৯ গুণ১৭জনতা ইন্সুরেন্স৪৬ কোটি ৬২ লাখ১১ কোটি ৭৮ লাখ০.২৫গুণরিজার্ভ নেগেটিভ এক কোম্পানির১মেঘনা ইন্স্যুরেন্স৪০ কোটি(১২ কোটি ৫০ লাখ)(-০.০৩ গুণ)