পরিশোধিত মূলধন বাড়াবে এমারাল্ড অয়েল
জাপানি প্রতিষ্ঠান মিনোরি বাংলাদেশের বিনিয়োগের বিপরীতে শেয়ার ইস্যু করে পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ। গতকাল অনুষ্ঠিত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানিটির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এক মূল্যসংবেদনশীল তথ্যে বিষয়টি জানিয়েছে এমারাল্ড অয়েল।তথ্য অনুসারে, এমারাল্ড অয়েলের পর্ষদে আসা মিনোরি বাংলাদেশের বিনিয়োগের বিপরীতে শেয়ার ইস্যু করে পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তালিকাভুক্ত কোম্পানিটি। এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে চলতি বছরের ২৭ ডিসেম্বর সকাল ১০টায় বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর।বর্তমানে কোম্পানিটির অনুমোদিত মূলধন রয়েছে ১০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৫৯ কোটি ৭১ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩৩ কোটি ৮৩ লাখ টাকা।ডিএসইতে গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৩০ টাকা ১০ পয়সা ও ৪৬ টাকা ৬০ পয়সা।