প্রিমিয়ার ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের মুনাফা ঘোষণা
![প্রিমিয়ার ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের মুনাফা ঘোষণা](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/3561/Premier-bank-logo.jpg)
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক পারপেচ্যুয়াল বন্ড ২৭ জুন,২০২২ থেকে ২৬ ডিসেম্বর,২০২২ সমাপ্ত দ্বিতীয় অর্ধবার্ষিকী সময়ের জন্য বিনিয়োগকারীদের প্রাপ্য লভ্যাংশ (রিটার্ন) ঘোষণা করেছে। আলোচিত সময়ের জন্য এই বন্ডের বিনিয়োগকারীরা ১০ শতাংশ হারে রিটার্ন তথা মুনাফা পাবেন।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।বৃহস্পতিবার ৮ ডিসেম্বর অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির সভায় দ্বিতীয় অর্ধবার্ষিকীর সমাপ্ত বছরের রিটার্ন অনুমোদন করা হয়।মুনাফা প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ ডিসেম্বর।