পরিচালন লোকসানে তিতাস গ্যাস
চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় ব্যবসা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের। তবে উৎপাদন খরচ বৃদ্ধি ও বিভিন্ন ব্যয় বেড়ে যাওয়ায় আলোচ্য প্রান্তিকে পরিচালন লোকসান হয়েছে কোম্পানিটির। তবে এ সময়ে কোম্পানিটি অপরিচালন আয় সমন্বয় করে মুনাফায় ফিরলেও তা ছিল এর আগের বছরের তুলনায় অর্ধেক। কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে তিতাস গ্যাসের আয় হয়েছে ৪ হাজার ৯৭৮ কোটি ৪৩ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ হাজার ৩৬০ কোটি ৬৬ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ৬১৭ কোটি ৭৭ লাখ টাকা বা ১৪ দশমিক ১৭ শতাংশ। তবে আলোচ্য সময়ে আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির উৎপাদন খরচ বেড়েছে ৬৬৩ কোটি ২১ লাখ টাকা। এর বাইরে পরিচালন ব্যয়সহ বিভিন্ন খরচ বেড়ে যাওয়ায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ২১ কোটি ৩৭ লাখ টাকা পরিচালন লোকসান হয়েছে। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে পরিচালন মুনাফা হয়েছিল ৩৫ কোটি ৫১ লাখ টাকা।চলতি বছরের প্রথম প্রান্তিকে পরিচালন লোকসান হলেও অপরিচালন আয় দিয়ে মুনাফায় ফিরেছে তিতাস গ্যাস। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩২ কোটি ২৯ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬৩ কোটি ৯১ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ৩১ কোটি ৬১ লাখ টাকা বা ৪৯ দশমিক ৪৬ শতাংশ। চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬৫ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৪ টাকা ৪৯ পয়সায়।৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ২৯ নভেম্বর বেলা সাড়ে ৩টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ৩ নভেম্বর।