প্রি-ওপেনিং সেশন বাদ দিয়ে লেনদেনের সময় নির্ধারণ

Date: 2022-11-23 00:00:09
প্রি-ওপেনিং সেশন বাদ দিয়ে লেনদেনের সময় নির্ধারণ
পুঁজিবাজারে লেনদেন চালুর ক্ষেত্রে প্রি-ওপেনিং সেশন বাদ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গেল ১৪ নভেম্বর সকাল ৯.৫৫ থেকে ১০টা পর্যন্ত যে প্রি-ওপেনিং সেশন রাখা হয়েছিল তা আজ ২৩ নভেম্বর বাদ দিয়ে লেনদেনের সময় নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা। বিএসইসির সহকারী পরিচালক মোহাম্মদ মোসাব্বির আল আসিকের স্বাক্ষরে এ সংক্রান্ত চিঠি পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল দপ্তরে পাঠানো হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।জানা যায়, আগামীকাল ২৪ নভেম্বর থেকে লেনদেনের সময় সকাল ১০টা থেকে একটানা ২.২০ পর্যন্ত চলবে। এরপর বেলা ২.২০ থেকে ২.৩০টা পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন চালু হবে।

Share this news