প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ২৪ শতাংশ

Date: 2023-01-20 16:01:41
প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ২৪ শতাংশ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে সবচেয়ে বেশি শেয়ারদর বেড়েছে প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের। আলোচ্য সপ্তাহে সাধারণ বীমা খাতের এ কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৪ শতাংশের বেশি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের শুরুতে প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ারদর ছিল ৬১ টাকা ৪০ পয়সা। সপ্তাহ শেষে এ দর বেড়ে দাঁড়িয়েছে ৭৬ টাকা ৩০ পয়সায়। সে হিসাবে পাঁচ কার্যদিবসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৪ টাকা ৯০ পয়সা বা ২৪ দশমিক ২৭ শতাংশ। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির মোট ১৫ কোটি ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড়ে লেনদেন ছিল ৩ কোটি ৮ হাজার ৬০০ টাকা।সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সদ্যসমাপ্ত ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৮৬ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৭৩ পয়সা। আর তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬৯ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৬২ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৭ টাকা ৩২ পয়সায়।৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে প্রগতি ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে বীমা খাতের কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ৭২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৭ টাকা ৩২ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৫৩ টাকা ৫১ পয়সা।সর্বশেষ প্রকাশিত ক্রেডিট রেটিং অনুসারে, প্রগতি ইন্স্যুরেন্সের ঋণমান দীর্ঘমেয়াদে ‘ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-ওয়ান’। ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)।এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল প্রগতি ইন্স্যুরেন্স। ২০১৯ হিসাব বছরে ২২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল তারা।

Share this news