প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে খাদ্য ও আনুষাঙ্গিক খাতে ১২ কোম্পানির

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তালিকাভুক্ত খাদ্য এবং আনুষাঙ্গিক খাতের ২১টি কোম্পানির মধ্যে ১২টি কোম্পানির জুলাই মাসের তুলোনায় আগস্ট মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে পাঁচটি কোম্পানির। দুইটি কোম্পানিতে প্রাতিষ্টানিক বিনিয়োগ না থাকলেও, অপরিবর্তিত রয়েছে দুই কোম্পানির। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।খাদ্য ও আনুষাঙ্গিক খাতের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পাওয়া এই ১২টি কোম্পানির মধ্যে রয়েছে এএমসিএল (প্রাণ), এপেক্স ফুড, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, এমারেল্ড অয়েল, ফাইন ফুডস, জেমিনী সী ফুড, গোল্ডেন সন, লাভেলো, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আরডি ফুড, শ্যামপুর সুগার এবং ইউনিলিভার কঞ্জুমার কেয়ার লিমিটেড।কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ ১০.১৩ শতাংশ থেকে সর্বনিন্ম ০.০৩ শতাংশ পর্যন্ত। নিন্মে কোম্পানিগুলোর তথ্য তুলে ধরা হলো:এপেক্স ফুড: জুলাই মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ৩.১৭ শতাংশ। আগস্ট মাসে তা বেড়ে অবস্থান করছে ১৩.৩০ শতাংশে। অর্থাৎ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ১০.১৩ শতাংশ।আরডি ফুড: জুলাই মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ১৮.২৭ শতাংশ। আগস্ট মাসে তা বেড়ে অবস্থান করছে ২১.৮০ শতাংশে। অর্থাৎ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ৩.৫৩ শতাংশ।জেমিনী সী ফুড: জুলাই মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ৪.৭২ শতাংশ। আগস্ট মাসে তা বেড়ে অবস্থান করছে ৭.৭৮ শতাংশে। অর্থাৎ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ৩.০৬ শতাংশ।লাভেলো: জুলাই মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ২০.৬৮ শতাংশ। আগস্ট মাসে তা বেড়ে অবস্থান করছে ২৩.৪৩ শতাংশে। অর্থাৎ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ২.৭৫ শতাংশ।অলিম্পিক ইন্ডাস্ট্রিজ: জুলাই মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ২০.২৭ শতাংশ। আগস্ট মাসে তা বেড়ে অবস্থান করছে ২৩.০১ শতাংশে। অর্থাৎ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ২.৭৪ শতাংশ।ফাইন ফুড: জুলাই মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ৬.৪১ শতাংশ। আগস্ট মাসে তা বেড়ে অবস্থান করছে ৮.৯২ শতাংশে। অর্থাৎ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ২.৫১ শতাংশ।গোল্ডেন হার্ভেস্ট: জুলাই মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ৩৬.৮৭ শতাংশ। আগস্ট মাসে তা বেড়ে অবস্থান করছে ৩৮.৬৩ শতাংশে। অর্থাৎ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ১.৭৬ শতাংশ।এমারেল্ড অয়েল: জুলাই মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ৫.৭৩ শতাংশ। আগস্ট মাসে তা বেড়ে অবস্থান করছে ৭.০৭ শতাংশে। অর্থাৎ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ১.৩৪ শতাংশ।শ্যামপুর সুগার: জুলাই মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ১.৩৩ শতাংশ। আগস্ট মাসে তা বেড়ে অবস্থান করছে ২.২২ শতাংশে। অর্থাৎ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ০.৮৯ শতাংশ।ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো: জুলাই মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ১২.৩৭ শতাংশ। আগস্ট মাসে তা বেড়ে অবস্থান করছে ১২.৫৫ শতাংশে। অর্থাৎ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ০.১৯ শতাংশ।ইউনিলিভার কঞ্জুমার কেয়ার: জুলাই মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ৮.৭৯ শতাংশ। আগস্ট মাসে তা বেড়ে অবস্থান করছে ৮.৮৪ শতাংশে। অর্থাৎ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ০.০৫ শতাংশ।এএমসিএল (প্রাণ): জুলাই মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ১৬.২৬ শতাংশ। আগস্ট মাসে তা বেড়ে অবস্থান করছে ১৬.২৯ শতাংশে। অর্থাৎ কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ০.০৩ শতাংশ।প্রাতিষ্ঠানিক বিনিয়োগ অপরিবর্তিত থাকা দুই কোম্পানির মধ্যে ন্যাশনাল টি ৮.৫৫ শতাংশে এবং রহিমা ফুডের ১৩.১৯ শতাংশে অবস্থান করছে। আর মেঘনা মিল্ক এবংমেঘনা পেটে কোন প্রাতিষ্ঠানিক বিনিয়োগ নেই।