প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
![প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/4897/Mutual-Fund.jpg)
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড গত ৩০ জুন, ২০২২ তারিখের সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য প্রতিষ্ঠানটি ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।তথ্যমতে, গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি ৮ পয়সা আয় হয়েছে । গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় ৪ টাকা ৩৫ পয়সা হয়েছিল ।এছাড়া, ২০২২ সালের ৩১ ডিসেম্বর শেষে ফান্ডটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ২৬পয়সা।উল্লেখ্য, ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৩।